জলের দামে টিকিট, কমছে খরচ! এবার সামান্য টাকায় ঘুরে আসুন ভাইজ্যাক

নেশনহান্ট ডেস্ক : পুজোর মরশুম মানেই নিজের শহরকে টাটা বাই বাই বলে ব্যাগপত্তর গুছিয়ে বেরিয়ে পড়া। দুর্গাপুজো যেতে না যেতেই বলা বাহুল্য, জম্মু-কাশ্মীর, বারাণসী, ভাইজ্যাগের মতো পর্যটনস্থলগুলিতে ভ্রমণপিপাসুদের ভিড় জমে। এবছরেও তাই আমজনতার কথা মাথায় রেখে বিশেষ ব্যবস্থা করছে উড়ান সংস্থাগুলি।

পর্যটকদের চাহিদার কথা মাথায় রেখে বাড়ছে কলকাতা বিশাখাপত্তনম বিমান পরিষেবা। সূত্রের খবর, স্পাইসজেট যেমন কলকাতা-বিশাখাপত্তনম রুটে একটি বিমান চালানোর ছাড়পত্র পেয়ে গিয়েছে ঠিক তেমনভাবেই ইন্ডিগো এই রুটে আরও একটি বিমান চালাবে। সেই পরিষেবা শুরু হবে আগামী ১৫ নভেম্বর থেকে। এতদিন অবশ্য একটিই চলত।

আরোও পড়ুন : ইনিই এযুগের কর্ণ! দিনে যে বিপুল পরিমাণ অর্থ দান করেন এই ধনকুবের, শুনলে ‘থ’ হয়ে যাবেন

কলকাতা থেকে বিশাখাপত্তনম যাত্রার সূচি এখনও প্রকাশিত হয়নি। ভাইজ্যাগ বিমানবন্দরের ডিরেক্টর এস রাজা রেড্ডি জানান, স্পাইসজেট কলকাতা-বিশাখাপত্তনম রুটে প্রয়োজনীয় ছাড়পত্র পেলেও জানুয়ারি মাসের আগে পরিষেবা শুরু হওয়ার সম্ভাবনা নেই। তবে তিনি ইতিমধ্যেই জানিয়েছেন, সপ্তাহে ৭ দিনই তারা ওই রুটে বিমান চালাবেন।

আরোও পড়ুন : শ্যামা, দক্ষিণা, রক্ষাকালীর মধ্যে আদৌ কি তফাত আছে? পুজোর আগে জানুন মায়ের রূপ মাহাত্ম্যের কথা

এদিকে বিমান পরিষেবা শুরু নিয়ে যখন চর্চা তুঙ্গে, ঠিক তখন আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ভাড়া বাবদ খরচের কথাও। বর্তমানে কলকাতা-বিশাখাপত্তনমের একপিঠের বিমান ভাড়া মোটের উপর ছয় হাজার টাকা। এতদিন পর্যন্ত একটি বিমান চলায় দামের খুব একটা ফারাক হত না।

sddefault

পর্যটন ব্যবসার সঙ্গে যুক্তদের একাংশের অনুমান এবার একসঙ্গে আরও দু’টি বিমান পরিষেবা শুরু হতে চলায় ভাড়া কিছুটা কমতে পারে। অন্যদিকে, দেশের এক নম্বর বিমান সংস্থা ইন্ডিগো স্বাভাবিক ভাবেই স্পাইসজেটকে টেক্কা দিতে চাইবে। ফলে তাদের দুই বিমানেরই টিকিটের দাম কিছুটা কমার সম্ভাবনা থাকছে

 

Comments

Popular posts from this blog

latest news

India rag is a bengali web portal and they use source of Anandabazar Patrika and many site

সইবে ঝড়-জলের দাপট, টিকে থাকবে বিস্ফোরণেও! এই শহরেই এবার দেশের প্রথম তারের 'রেলসেতু'