মাধ্যমিক পাশ? তাহলে আর দেরি কিসের! দুর্দান্ত চাকরির সুযোগ মিলবে এবার মেট্রো রেলেই

নেশনহান্ট ডেস্ক : চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর। সম্প্রতি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে কলকাতা মেট্রো। আপনি যদি চাকরির সন্ধানে আছেন তাহলে আজকের এই প্রতিবেদনটি মন দিয়ে পড়ুন। কলকাতা মেট্রোর এই পদে আবেদন করা যাবে মাধ্যমিক উত্তীর্ণ হলেই অর্থাৎ নূন্যতম মাধ্যমিক পাশরাও আবেদনের যোগ্য। এই পদে নারী-পুরুষ সকলেই আবেদনের যোগ্য। চলুন এক নজরে দেখে নেব এই সংক্রান্ত বিস্তারিত তথ্য।

শিক্ষাগত যোগ্যতা- এই পদে আবেদনের জন্য  স্বীকৃত কোনও বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। অধিক যোগ্যতার প্রার্থীরাও আবেদন করতে পারবেন এই পদে।

বয়স সীমা- সাধারণ ক্যাটাগরির প্রার্থীরা ১৮ থেকে ২৭ বছর বয়স পর্যন্ত এই পদে আবেদনের যোগ্য। তবে নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা।

আরোও পড়ুন : আর ফার্স্ট হতে পারল না দীপা-সূর্য! বড়সড় বদল TRP তালিকায়, শেষমেশ প্রথম কোন সিরিয়াল?

আবেদন প্রক্রিয়া- অনলাইন মাধ্যমে ইচ্ছুক প্রার্থীদের আবেদন জানাতে হবে। আবেদন করার জন্য প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে রেজিস্ট্রেশন করতে হবে। বৈধ ইমেইল ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এরপর লগইন করে পূরণ করতে হবে আবেদন পত্র। প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে ও মেটাতে হবে আবেদনমূল্য।

প্রয়োজনীয় নথি- বয়সের প্রমানপত্র হিসেবে জন্ম সার্টিফিকেট বা মাধ্যমিকের এডমিট। সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট। আধার কার্ড বা ভোটার কার্ড। কাস্ট সার্টিফিকেট। পাসপোর্ট সাইজের ফটো।

medical officer recruitment1 768x402.jpg

আবেদন মূল্য- আবেদনমূল্য বাবদ জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের ১০০ টাকা ও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ৫০ টাকা দিতে হবে।

নিয়োগ প্রক্রিয়া- যারা আবেদন করবেন তাদের মাধ্যমিকের নম্বর অনুযায়ী তৈরি করা হবে মেরিট লিস্ট। এরপর সেই মেরিট লিস্টের ভিত্তিতে নিয়োগ করা হবে।

Comments

Popular posts from this blog

latest news

India rag is a bengali web portal and they use source of Anandabazar Patrika and many site

শীতেও এবার গলদঘর্ম হবেন আপনি! ডিসেম্বরে খেল দেখাবে অভিশপ্ত এল নিনো