এবার দক্ষিণবঙ্গেই পাবেন 'কেরালা'র সৌন্দর্য, খরচও খুব সামান্য! লোকালে করেই ঘুরে আসুন এই জায়গা

নেশনহান্ট ডেস্ক : রাজ্যে  ইতিমধ্যেই ঢুকতে শুরু করেছে উত্তুরে হাওয়া। এখন বাংলার সর্বত্র পরিষ্কার আকাশ। বৃষ্টির ভ্রুকুটি আর নেই। দুর্গাপুজোর সময় বৃষ্টির কারণে আনন্দ মাটি হয়েছে। তবে বৃষ্টির কালো মেঘ এখন আর নেই। শীত ঢোকার সাথে সাথে এখন বাংলার সর্বত্র পরিষ্কার নির্মল আকাশ। শীতের এই সময়টাতে অনেকেই ঘুরতে যান বিভিন্ন জায়গায়।

মনোরম আবহাওয়ায় কয়েকটা দিনের ছুটি পেলে পরিবার বা বন্ধু-বান্ধবদের সাথে ঘুরে আসা যায় কাছে কোথাও থেকে। তবে আমরা অনেকেই আমাদের পরিচিত দীঘা, পুরী, দার্জিলিং যেতে যেতে বেশ ক্লান্ত। তাই আমরা অনেক সময় এমন কিছু জায়গার সন্ধানে থাকি যেগুলিতে পর্যটকের সংখ্যা কম। এই জায়গাগুলিকে সাধারণত অফবিট ডেস্টিনেশন বলা হয়ে থাকে আজকাল।

আরোও পড়ুন : অপেক্ষার অবসান ঘটিয়ে দক্ষিণবঙ্গে এই দিন ঢুকে পড়ছে শীত! বড় আপডেট দিল IMD

আজ তেমনই একটি জায়গা সম্পর্কে আপনাদের বলব। দক্ষিণ ২৪ পরগণার কৈখালী সম্পর্কে আজ আমরা আপনাদের জানাতে চলেছি। এই জায়গায় আপনারা চাক্ষুষ করতে পারবেন মাতলা ও নিমানিয়ার সঙ্গম। কলকাতা থেকে এই জায়গাটি খুবই কাছে। শীতের সকালের মেঠো রোদ গায়ে মেখে বন্ধুবান্ধব বা আত্মীয়দের সাথে ঘুরে আসতে পারেন এই জায়গা থেকে।

আরোও পড়ুন : বড় খবর! ধনতেরসের আগেই সস্তা হল সোনা-রুপো, জেনে নিন সর্বশেষ রেট

এখানে যে নদীটি রয়েছে তার পাড় বাঁধানো হচ্ছে ইট দিয়ে। এর ফলে অদূর ভবিষ্যতে পর্যটকদের এই জায়গাটি আরো ভালো লাগবে। দুই নদীর সঙ্গম ছাড়াও এখানকার ম্যানগ্রোভ  অসাধারণ সুন্দর। এখানে এসে এক রাত কাটাতে চাইলে আপনারা থাকতে পারেন নিমপীঠ রামকৃষ্ণ আশ্রম পরিচালিত কৈখালী পর্যটন আবাসে বা ফার্ম স্টে-তে।

2 2

এখানে আসার জন্য শিয়ালদা স্টেশন থেকে আপনাকে ট্রেন ধরে অসতে হবে জয়নগর মজিলপুর। সেখান থেকে ট্রেকার, অটো অথবা ভ্যান ধরে জামতলা হাট হয়ে কৈখালী পৌঁছে যাওয়া যাবে। এছাড়াও সড়ক পথে আপনারা পৌঁছাতে পারেন এখানে। সব মিলিয়ে বলা যায় শীতের মৌসুমে দুদিন এখানে থাকলেই একেবারে ফ্রেশ হয়ে যাবে আপনার মন প্রাণ।

Comments

Popular posts from this blog

latest news

India rag is a bengali web portal and they use source of Anandabazar Patrika and many site

শীতেও এবার গলদঘর্ম হবেন আপনি! ডিসেম্বরে খেল দেখাবে অভিশপ্ত এল নিনো