আজকের রাশিফল ৪ নভেম্বর শনিবার, বড় ঠাকুরের আশীর্বাদে কাটবে ব্যর্থতা, সাফল্য আসবে ৪ রাশির

নেশনহান্ট ডেস্ক : ভারতবর্ষের প্রচুর মানুষ ভরসা রাখেন জ্যোতিষ শাস্ত্রে। নজর রাখেন রোজকার রাশিফলের উপরেও। রাশিফলই এমন একটি বিষয় যেটি আপনাকে গোটা দিনের একটা সামগ্রিক ছবি তুলে ধরার পাশাপাশি জীবনে এগিয়ে চলার পথে কোনটা ঠিক আর কোনটা সঠিক কাজ নয় সেই বিষয়ে একটি স্পষ্ট ধারণা দেয়। তাই আজকের দিনটি আপনার কেমন যাবে সেটা জানার জন্যই চোখ রাখুন আজকের রাশিফলে (Ajker Rashifal)।

মেষ রাশি: শিশুদের সাথে আজকের দিনটা কাটলে আপনি মনে মনে আনন্দ পাবেন। ভবিষ্যতের কথা মাথায় রেখে অর্থ সঞ্চয়ের দিকে বিশেষ মনোযোগী হন। প্রেমিক-প্রেমিকাদের ক্ষেত্রে দিনটি যেমন বেশ ভালো ঠিক তেমনভাবেই বিবাহিতদের ক্ষেত্রে আজকের দিনটিতে অত্যন্ত শুভযোগ রয়েছে। কোন পুরনো বন্ধুর সঙ্গে দেখা হলে দিনটা আপনার পুরনো স্মৃতি মনে পড়ে যাবে।

প্রতিকার : গৃহ শান্তি ও সমৃদ্ধি বজায় রাখার জন্য কোন অভাবী কন্যাকে পায়েস খাওয়ান।

বৃষ রাশি: আর্থিক দিক থেকে বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য আজকের দিনটা বেশ ভালই। বাড়ির কোন কাজ করতে গিয়ে আজ আপনি ক্লান্ত হয়ে যেতে পারেন। পাশাপাশি বন্ধুদের সঙ্গে বেশ কিছুক্ষণ আড্ডা দিলে আপনার বেশ ভালই লাগবে। পরিবারের সদস্যদের সঙ্গে অত্যন্ত ঠান্ডা মাথায় কথা বলুন। হাতে অবসর সময় থাকলে সেটাকে কাজে লাগানোর চেষ্টা করুন। বিশেষ সতর্কতা অবলম্বন করুন প্রেম সংক্রান্ত বিষয়গুলোর ক্ষেত্রে।

প্রতিকার : পারিবারিক সুখ শান্তি বজায় রাখার জন্য বাড়িতে লাল গোলাপের চারা লাগিয়ে সেটিকে যত্নে লালন পালন করুন।

মিথুন রাশি: আজকের দিনে অর্থ ব্যয় করার আগে দশবার ভাবুন। শুধু তাই নয়, সেই বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করুন। শরীর গতিক আজকে বেশ ভালোই থাকবে আপনার। তবে, দুঃখের বিষয় এই যে সঙ্গীকে নিয়ে ঘুরতে যাওয়ার কোন প্ল্যান থাকলে হঠাৎ করেই তার অসুস্থতার জন্য ভ্রমণ ক্যান্সেল হতে পারে। বই পড়ে বা ব্লগ লিখে আজকের দিনটা কাটিয়ে দিতে পারেন।

প্রতিকার : অর্থপ্রাপ্তির জন্য প্রতিদিন সবুজ ঘাসের ওপর খালি পায়ে হাঁটার অভ্যেস করুন।

কর্কট রাশি: কর্কট রাশির জাতক-জাতিকাদের জন্য আজকের দিনটি বেশ ভালো। আত্মীয় স্বজনদের সঙ্গে দিনটি আনন্দে কাটানোর জন্য আপনার স্বাস্থ্যের বেশ উন্নতি ঘটবে। তাদের সাথে আপনি কোন বিশেষ পরিকল্পনাও করতে পারেন। প্রেমিক-প্রেমিকারা নিজেদের আচরণের ক্ষেত্রে সংযত থাকুন। ইচ্ছে করলে আজ সিনেমা হল থেকেও একটু ঘুরে আসতে পারেন।

প্রতিকার : প্রেমের জোয়ারে ভাসার জন্য প্রত্যেকদিন মধু সেবন করুন।

সিংহ রাশি : আজকের দিনটি খুব একটা ভালো না হওয়ার জন্য বিশেষভাবে সতর্কতা অবলম্বন করুন। পড়ুয়াদেরকে পড়াশোনার জন্য আরও বেশি মনোযোগী হতে হবে। আজ আপনি নিজের জন্য বেশ কিছুটা সময় বের করেন নিজের দিকে একটু মনোযোগী হলেই দেখবেন জীবনে ইতিবাচকতা আসছে। অত্যন্ত শান্ত মাথায় কাজ করবার চেষ্টা করুন। পাশাপাশি আজকে অর্ধাঙ্গিনী সঙ্গে আপনার দিনটি বেশ ভালই যাবে।

প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির জন্য মদ্যপান আর ধূমপান এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ।

কন্যা রাশি : আপনি আজ আর্থিক সংকটের মুখোমুখি হলেও পাশে পাবেন অভিভাবকদেরকে। যেকোনো বিষয় নিয়ে ঠান্ডা মাথায় আলোচনা করুন পরিবারের লোকজনদের সাথে। প্রেমের ক্ষেত্রে আজ আপনাকে খুব সতর্ক থাকতে হবে। পরনিন্দা পরচর্চায় এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করলে দেখবেন কর্মক্ষেত্রের দিনটি আপনার পক্ষে অনুকূল হবে।

প্রতিকার : কর্মে সাফল্য আনার জন্য ভালো পোশাক পরিধান করুন।

তুলা রাশি : কোন যৌথ ব্যবসা হোক বা সন্দেহজনক কোন ক্ষেত্র অর্থ বিনিয়োগ করার আগে ভাবনা চিন্তা করে নিন। প্রেমের ক্ষেত্রে দিনটি যেমন ভালো ঠিক তেমন ভাবেই দুসম্পর্কের কোন আত্মীয়ের থেকে সুসংবাদ পেতে পারেন। সারাটাদিন অত্যন্ত ব্যস্ততায় কাটলেও শারীরিকভাবে সুস্থ থাকবেন। বিবাহিতদের জীবনে সুখ শান্তি বজায় থাকবে।

প্রতিকার : অর্থভাগ্য দুর্দান্ত করার জন্য বাবা বা অন্য কোন অভিভাবককে গুড়, গম, ডাল, লাল লঙ্কা দেওয়া খাবার খেতে দিন।

বৃশ্চিক রাশি: আপনি আজ কোথাও বিনিয়োগের মাধ্যমে লাভবান হতে পারেন। আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে সঠিকভাবে কাজে লাগান। পাশাপাশি, আজ আপনি কোনো পারিবারিক সমস্যারও সমাধান করে ফেলতে পারেন। কোনো সৃজনশীল কাজ করার মাধ্যমে আজ আপনি অনেকটা সময় অতিবাহিত করবেন। বিবাহিত জীবনে আজ আপনি কোনো চমকের সম্মুখীন হতে পারেন।

প্রতিকার: সামগ্রিকভাবে সফলতা অর্জনের জন্য ছুটির দিনে খাবার খাওয়ার সময়ে সোনা বা তামার চামচ ব্যবহার করুন।

ধনু রাশি: আজকের দিনে আপনি চূড়ান্ত আত্মবিশ্বাসী হবার জন্য দিনটিকে খুব ভালোভাবে কাজে লাগান। বিবাহিতদের ক্ষেত্রে আজকের দিনটা যেমন খুব ভালো ঠিক তেমনভাবেই পরিবারের নতুন সদস্যের আগমন ঘটতে পারে। ভালোবাসার মানুষটির সঙ্গে আজ আপনি বেশ কিছু স্মরণীয় মুহূর্ত কাটাতে পারবেন। তবে আজকের দিনে এই রাশি জাতক-জাতিকারা বেশ খানিকটা সময় অবসর পেলেও সেটিকে গুরুত্বপূর্ণ কাজে লাগাতে পারবেন না।

প্রতিকার : পারিবারিক জীবনে সুখ-শান্তি বজায় রাখার জন্য দাদার সাহায্য নিন।

মকর রাশি: আপনি আজ ব্যবসায়িক ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন আপনার একজন পুরোনো বন্ধুর কাছ থেকে যা আপনাকে লাভবান করে তুলবে। এই রাশির কিছুজন আজ অনেকটা অর্থব্যয় করবেন গহনা অথবা বাড়ির কোনো সরঞ্জাম কেনার জন্য। কর্মক্ষেত্রে দিনটি খুব একটা খারাপ কাটবে না। প্রেমের জীবনে কোনো চমকের সম্মুখীন হবেন। দিনটি ভালোভাবে কাটবে বন্ধুবান্ধবদের সাথে ।

প্রতিকার: মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার জন্য সাদা রঙের গরুকে খাবার খেতে দিন।

কুম্ভ রাশি: আজ থেকেই সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। ভবিষ্যতের কথা মাথায় রাখুন।  প্রেমের জন্য দিনটি যেমন ভালো ঠিক তেমনভাবেই পারিবারিক জীবনে আজ সুখ এবং শান্তি বজায় থাকবে। বিবাহিত জীবন সুখের হবে। বন্ধুদের সাথে আজ আপনি অনেকটা সময় অতিবাহিত করবেন। সামগ্রিকভাবে আজকের দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে কাটলেও আপনি ক্লান্ত হয়ে পড়বেন না।

প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য বাড়িতে লাল রঙের গাছ রাখুন।

মীন রাশি: অতীতের কঠোর পরিশ্রম আজ আপনাকে সাফল্যের মুখ দেখাবে। মাথায় রাখবেন আজকে আপনার প্রতিবেশীর সঙ্গে কথা কাটাকাটি হতে পারে। প্রতিটি কাজ করার আগে মাথা ঠান্ডা রাখুন। পরিবারের সদস্যদের সকলকে নিয়ে হঠাৎ করে ঘুরতে যাবার প্ল্যান হতে পারে। বাবার কাছ থেকে আজ উপহারপ্রাপ্তি সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে বলা যায় মোটের উপর মন্দ কাটবে না দিনটি।

প্রতিকার: পারিবারিক জীবনে সুখ-শান্তি বজায় রাখার জন্য কোন দরিদ্র কন্যাকে পায়েস দান করুন।

 

Comments

Popular posts from this blog

latest news

India rag is a bengali web portal and they use source of Anandabazar Patrika and many site

শীতেও এবার গলদঘর্ম হবেন আপনি! ডিসেম্বরে খেল দেখাবে অভিশপ্ত এল নিনো