গুণে শেষ হবে না এত্ত ছুটি! দেখুন, ২০২৪ সালের হলিডে লিস্ট; সোনায় সোহাগা সরকারি কর্মীদের

নেশনহান্ট ডেস্ক : আর কিছুদিন পরই শেষ হয়ে যাবে ২০২৩ সাল। তারপর শুরু ২০২৪। নতুন বছর পরার আগে থেকেই বিভিন্ন দপ্তরের কর্মীরা নতুন বছরের ছুটি নিয়ে হিসাব নিকাশ শুরু করে দেন। এবার পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সরকারি কর্মীদের জন্য ছুটির তালিকা তৈরি করা হয়েছে। ২০২৪ সালে সরকারি কর্মীরা কবে কবে ছুটি পাবেন এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক।

রাজ্য সরকারি কর্মচারীদের ২০২৪ সালে কিন্তু বিপুল পরিমাণ ছুটি মিলতে চলেছে। এমনিতেই তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর রাজ্য সরকারি কর্মীদের ছুটির সংখ্যা বেড়েছে। তার উপর যুক্ত হয়েছে বেশ কিছু অতিরিক্ত ছুটি। মূলত উৎসব, পরবের কথা মাথায় রেখেই প্রস্তুত করা হয়েছে ছুটির তালিকা। এক নজরে আমরা দেখে নেব ২০২৪ সালে কবে কবে রাজ্য সরকারি কর্মীদের জন্য ছুটি দেবে সরকার।

আরোও পড়ুন : পাল্টে গেল নিয়ম! ট্রেনের টিকিট ক্যান্সেল করলেই কাটবে এত টাকা, স্পষ্ট করল IRCTC

১ জানুয়ারি – সোমবার, ইংরেজি নববর্ষ, ১২ জানুয়ারি – শুক্রবার, স্বামী বিবেকানন্দের জন্মদিন,২৩ জানুয়ারি – মঙ্গলবার, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন,২৬ জানুয়ারি – শুক্রবার, প্রজাতন্ত্র দিবস,১৪ ফেব্রুয়ারি – বুধবার, সরস্বতী পুজো,২৬, ফেব্রুয়ারি – সোমবার, সবেবরাত,৮, মার্চ – শুক্রবার, শিবরাত্রি,২৫ মার্চ – সোমবার, দোলযাত্রা,২৯ মার্চ – শুক্রবার, গুড ফ্রাইডে,১১ এপ্রিল – বৃহস্পতিবার, ঈদ-উল-ফিতর

আরোও পড়ুন : বিশ্বকাপে ‘শেষ’ ভারত! বাড়ি ফিরেই আত্মহত্যার সিদ্ধান্ত রাহুলের, খেলা পাগল ছেলের কাণ্ডে ‘থ’ সবাই

১৪ এপ্রিল – রবিবার, বাংলা নববর্ষ ,১৪ এপ্রিল – রবিবার, আম্বেদকর জয়ন্তী,২১ এপ্রিল – রবিবার, মহাবীর জয়ন্তী,১ মে – বুধবার, মে দিবস,৮ মে – বুধবার, রবীন্দ্রজয়ন্তী,২৩ মে – বৃহস্পতিবার, বুদ্ধ পূর্ণিমা,১৭ জুন – সোমবার, বকরি ঈদ / ঈদ-উল-জোহা,৭ জুলাই – রবিবার, রথযাত্রা,১৭ জুলাই – বুধবার, মহরম,১৫ অগাস্ট – বৃহস্পতিবার, স্বাধীনতা দিবস,১৯ অগাস্ট – সোমবার, রাখি পূর্ণিমা,২৬ অগাস্ট – সোমবার, জন্মাষ্টমী

Long list of holidays for government employees even after Puja

১৬ সেপ্টেম্বর – সোমবার, ফতেহা দেহাজ দাহাম,২ অক্টোবর – বুধবার, মহালয়া ও গান্ধী জয়ন্তী,১০ অক্টোবর – বৃহস্পতিবার, মহাসপ্তমী,১১ অক্টোবর – শুক্রবার, মহাঅষ্টমী,১২ অক্টোবর – শনিবার, মহানবমী,১৩ অক্টোবর – রবিবার, বিজয়া দশমী,১৬ অক্টোবর – বুধবার, লক্ষ্মীপুজো,৩১ অক্টোবর – বৃহস্পতিবার, কালীপুজো,৩ নভেম্বর – রবিবার, ভাতৃদ্বিতীয়া,৭ নভেম্বর – বৃহস্পতিবার, ছট পুজো,১৫ নভেম্বর – শুক্রবার, গুরুনানক জয়ন্তী,২৫ ডিসেম্বর – বুধবার, বড়দিন

Comments

Popular posts from this blog

latest news

India rag is a bengali web portal and they use source of Anandabazar Patrika and many site

সইবে ঝড়-জলের দাপট, টিকে থাকবে বিস্ফোরণেও! এই শহরেই এবার দেশের প্রথম তারের 'রেলসেতু'