গ্যাসের দাম কমাতে মাঠে নামলেন স্বয়ং অমিত শাহ! ৫০০ টাকাতেই মিলবে সিলিন্ডার, করলেন ঘোষণা

নেশন হান্ট ডেস্ক: বর্তমান সময়ে গ্যাস সিলিন্ডারের (Gas Cylinder) দামের দিকেই নজর থাকে প্রত্যেকের। কারণ, প্রতিটি হেঁশেলের জ্বালানির ক্ষেত্রে অন্যতম উপকরণ এই সিলিন্ডারের দামে ওঠানামা যথেষ্ট প্রভাব ফলে মধ্যবিত্তের পকেটে। শুধু তাই নয়, গ্যাসের দামে প্রায়শই বিভিন্ন পরিবর্তনও পরিলক্ষিত হয়। এদিকে, রান্নার গ্যাসের দাম এখন নির্বাচনের প্রচারের ক্ষেত্রেও অন্যতম হাতিয়ার হয়ে উঠেছে।

সম্প্রতি কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদের জন্য ভর্তুকির হার প্রতি সিলিন্ডারের নিরিখে ২০০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করেছে। যার জেরে উজ্জ্বলা যোজনার মাধ্যমে ভর্তুকিযুক্ত এলপিজি সিলিন্ডারের দাম নেমে এসেছে ৬০৩ টাকায়। তবে, এবার আরও একধাপ এগিয়ে নতুন চমক সামনে আনল বিজেপি।

The cheapest gas cylinder in the country is found here

সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই আবহেই এবার গ্যাস সিলিন্ডারের দামকে হাতিয়ার করে মাঠে নামলেন স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। শুধু তাই নয়, তিনি এটাও জানিয়েছেন যে, এবার গ্যাস সিলিন্ডার মিলবে ৫০০ টাকায়। হ্যাঁ, প্রথমে বিষয়টি জেনে অবাক হয়ে গেলেও এটা কিন্তু একদমই সত্যি। মূলত, ছত্তিশগড়ের আসন্ন বিধানসভা নির্বাচনের লক্ষ্যে শনিবার ইশতেহার প্রকাশ করে বিজেপি।

আরও পড়ুন: ফের চাকরি বাতিল! ৯৪ জন শিক্ষকের বিরুদ্ধে কড়া অ্যাকশন খোদ প্রাথমিক শিক্ষা পর্ষদের

সেখানেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, “আমরা এই রাজ্যের লক্ষ লক্ষ মানুষের সঙ্গে আলোচনা করেই ‘মোদী কি গ্যারান্টি’ ইশতেহার তৈরি করেছি।” পাশাপাশি, তিনি আরও বলেন, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে গরিব পরিবারগুলি মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাবেন। তিনি জানান, ইতিমধ্যেই আয়ুষ্মান ভারত যোজনার আওতায় কেন্দ্রীয় সরকার ৫ লক্ষ টাকা পর্যন্ত বীমা দিচ্ছে।

আরও পড়ুন: ডিসেম্বরে রেশন পরিষেবা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ডিলারদের! দুর্নীতির আবহে চরম অস্বস্তিতে রাজ্য সরকার

এদিকে, ছত্তিশগড়ের মানুষকে ৫০০ টাকায় গ্যাস সিলিন্ডার দেওয়ার প্রতিশ্রুতি সহ অমিত শাহ রানী দুর্গাবতী যোজনা চালু করার বিষয়টিও উপস্থাপিত করেন। এর মাধ্যমে মেয়েরা প্রাপ্তবয়স্ক হলে ১ লক্ষ ৫০ হাজার টাকা পেতে পারেন। শুধু তাই নয়, স্বরাষ্ট্রমন্ত্রী সেখানকার মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের কড়া সমালোচনা করে বলেন, ভূপেশ ৫ বছরের জন্য সেখানে সরকার গঠন করেছিলেন। কিন্তু তাঁরা শুধু কেলেঙ্কারি করেছেন। এমনকি, এই ৫ বছরে ভূপেশ বাঘেল সরকার আইন-শৃঙ্খলার ক্ষেত্রে ব্যর্থ হয়েছে বলেও দাবি করেন তিনি।

Comments

Popular posts from this blog

latest news

India rag is a bengali web portal and they use source of Anandabazar Patrika and many site

শীতেও এবার গলদঘর্ম হবেন আপনি! ডিসেম্বরে খেল দেখাবে অভিশপ্ত এল নিনো