আরোও পাঁচ বছর ফ্রি রেশন! ৮০ কোটি মানুষকে উপহার প্রধানমন্ত্রীর, গ্যাস নিয়েও বড় ঘোষণা

নেশনহান্ট ডেস্ক : আর মাত্র কয়েকদিন। তারপরেই ছত্তিশগড়ে বেজে উঠবে বিধানসভা নির্বাচনের বাদ্যি। শাসকদল থেকে শুরু করে বিরোধীরা এক ইঞ্চি জমিও ছাড়তে চান না কেউই। এবার সেই রাজ্যে গিয়েই ভোটের আগে বড়সড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী জানিয়েছেন, আরও পাঁচ বছর দেশবাসীকে বিনামূল্যে খাদ্যশস্য সরবরাহ করবে কেন্দ্র।

ছত্তিশগড়ের দুর্গ এলাকার একটি জনসভায় ভাষণ দেওয়ার সময় এই ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।  প্রচারসভায় উপস্থিত জনতার উদ্দেশে মোদী বলেন, ‘‘আমি সিদ্ধান্ত নিয়েছি, বিজেপি সরকার দেশের ৮০ কোটির বেশি দরিদ্র মানুষকে বিনামূল্যে রেশন দেওয়ার প্রকল্প আরও ৫ বছর বাড়িয়ে দেবে। মানুষের ভালবাসা এবং আশীর্বাদ সব সময় আমাকে পবিত্র সিদ্ধান্ত নেওয়ার শক্তি দেয়।’’

আরোও পড়ুন : জলের দামে টিকিট, কমছে খরচ! এবার সামান্য টাকায় ঘুরে আসুন ভাইজ্যাক

এদিকে, মোদীর এই বক্তব্যের ঠিক আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তরফে একটি ইস্তাহার সামনে আসে। ‘মোদী কি গ্যারান্টি ২০২৩’ নামের সেই ইস্তাহারে স্বাস্থ্যবীমা প্রকল্প, রান্নার গ্যাসে ভর্তুকির প্রতিশ্রুতির সাথে সাথে রয়েছে রাজ্যের দরিদ্র মানুষকে বিনামূল্যে অযোধ্যার রামমন্দির পরিদর্শন করানোর প্রতিশ্রুতিও। ইস্তেহারে বিজেপির উল্লেখ, ক্ষমতায় এলে ছত্তিশগড়ের জন্য ৫০০ টাকায় সিলিন্ডার মিলবে।

আরোও পড়ুন : ইনিই এযুগের কর্ণ! দিনে যে বিপুল পরিমাণ অর্থ দান করেন এই ধনকুবের, শুনলে ‘থ’ হয়ে যাবেন

রাজনীতির কারবারিদের মতে, ছত্তিশগড়ের বিধানসভা ভোটের পাশাপাশি আসন্ন লোকসভার কথা মাথায় রেখেই মোদী এই ঘোষণা করেছেন। শুধু তাই নয়, শনিবারের জনসভায় ভাষণ দেওয়ার সময় মোদী সেই রাজ্যের ক্ষমতাসীন কংগ্রেস সরকারকেও কটাক্ষ করেছেন। বলা বাহুল্য, মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের নাম সরাসরি না করলেও বেআইনি জুয়া চালানোর অ্যাপ ‘মহাদেব বেটিং অ্যাপ’ নিয়ে তির্যক মন্তব্য করেছেন।

aa410aef1286eae64f2061477936720c1671942816931594 original

প্রচারসভায় উপস্থিত জনতার উদ্দেশে মোদী বলেন, “এই রাজ্যের কংগ্রেস সরকার আপনাদের লুট করতে কোনও সুযোগই ছাড়ছে না। এমনকি মহাদেবের নামে লুট করতেও ছাড়ছে না তারা।” এর পাশাপাশি, দুর্নীতিগ্রস্তদের হুঁশিয়ারি দিয়ে মোদী বলেন, “যাঁরা ছত্তিশগড়কে লুট করেছে, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রতি পয়সার হিসাব তাঁদের থেকে বুঝে নেওয়া হবে।”

Comments

Popular posts from this blog

latest news

India rag is a bengali web portal and they use source of Anandabazar Patrika and many site

সইবে ঝড়-জলের দাপট, টিকে থাকবে বিস্ফোরণেও! এই শহরেই এবার দেশের প্রথম তারের 'রেলসেতু'