জমে উঠেছে টক্কর, ফ্রি ইন্টারনেটের ঘোষণা মাস্কের! পাল্টা চমক দিতে বড় প্রস্তুতি আম্বানির

নেশন হান্ট ডেস্ক: বর্তমান সময়ে যুগের সাথে তাল মিলিয়ে ইন্টারনেট ব্যবহার করেন না এমন ব্যক্তি রীতিমতো খুঁজে পাওয়াই মুশকিল। আর সেই কারণেই হাই স্পিড ইন্টারনেট পরিষেবা প্রদানের দৌড়ে একের পর এক চমক নিয়ে আসছে সংস্থাগুলি। ইতিমধ্যেই ভারতে পরিষেবা শুরুর লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করেছে বিশ্বের শ্রেষ্ঠ ধনকুবের ইলন মাস্কের (Elon Musk) সংস্থা স্টারলিঙ্ক (Starlink)।

শুধু তাই নয়, ভারতে নিজেদের পরিষেবা শুরু করার আগে এবার মেক্সিকোতে ফ্রি ইন্টারনেটের ঘোষণা করেছে স্টারলিঙ্ক। ইতিমধ্যেই ওই দেশের সরকারের সাথে ৯০ মিলিয়ন ডলারের একটি চুক্তি স্বাক্ষর করেছে মাস্কের ওই সংস্থা। যার অধীনে, ২০২৬ সাল পর্যন্ত মেক্সিকোতে ফ্রি ইন্টারনেট পরিষেবা দেবে স্টারলিঙ্ক।

আরও পড়ুন: এবার ঋণ, ক্রেডিট কার্ড নিলে বাড়বে বিপদ! বড় সিদ্ধান্ত RBI-র, বিপাকে জনতা

প্রসঙ্গত উল্লেখ্য যে, স্টারলিঙ্কের কাছে ৪,২০০-রও বেশি স্যাটেলাইট রয়েছে। পাশাপাশি, ভারতে পরিষেবা শুরু করার লক্ষ্যে টেলিকম দফতরের কাছেও চিঠি পাঠিয়েছে তারা। জানা গিয়েছে যে, দেশের প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করেছে স্টারলিঙ্ক। তবে এখনও টেলিকম দফতরের পক্ষ থেকে লাইসেন্স পায়নি স্টারলিঙ্ক। তাই, আপাতত তারা পরিষেবা শুরু করতে পারছে না।

আরও পড়ুন: নভেম্বরের মাঝেই হাসি ফুটল আমজনতার মুখে! লাফিয়ে কমল LPG সিলিন্ডারের দাম, জেনে নিন নতুন দর

তবে, ভারতে স্যাটেলাইট ইন্টারনেট সামগ্রিকভাবে পুরো দমে শুরু না হলেও Jio এবং Airtel এক্ষেত্রে ময়দানে নেমে পড়েছে। ইতিমধ্যেই রিলায়েন্সের তরফে Jio স্পেস ফাইবার নামে নতুন পরিষেবা শুরু করা হয়েছে। পিছিয়ে নেই Airtel-ও। ওয়ানওয়েব নামে স্যাটেলাইট পরিষেবা শুরু করতে চলেছে ওই সংস্থা। শুধু তাই নয়, ইতিমধ্যেই স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবার লাইসেন্সও পেয়ে গিয়েছে Airtel।

Ambani is ready to take on Musk

যদিও এই দৌড়ে, কিছুটা এগিয়ে রয়েছে Jio। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, দেশের ১১৫ টি শহরে চালু হয়ে গিয়েছে Jio এয়ার ফাইবার। পাশাপাশি, সাধারণ মানুষের কথা মাথায় রেখে এই প্ল্যানের দামও রাখা হয়েছে সাধ্যের মধ্যে। যেটি হল ৫৯৯ টাকা। সংস্থা দাবি করেছে যে, এই ওয়্যারলেস পরিষেবার মাধ্যমে 1 Gbps স্পিডে ইন্টারনেট পাওয়া যাবে। ইতিমধ্যেই মহারাষ্ট্র থেকে শুরু করে তেলেঙ্গানা,পশ্চিমবঙ্গ, দিল্লি, গুজরাত, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ-সহ একাধিক রাজ্যে শুরু হয়ে গিয়েছে এই পরিষেবা।

Comments

Popular posts from this blog

latest news

India rag is a bengali web portal and they use source of Anandabazar Patrika and many site

সইবে ঝড়-জলের দাপট, টিকে থাকবে বিস্ফোরণেও! এই শহরেই এবার দেশের প্রথম তারের 'রেলসেতু'