নয়া উদ্যোগ রেলের! তৈরীর পথে ঝুলন্ত উড়ালপুল, এবার কী তবে দিন শেষ হাওড়া চাঁদমারি সেতুর?

নেশনহান্ট ডেস্ক : হাওড়া বাসীদের জন্য সুখবর। পথ চলতে আর যাতে কোন রকম যানজটে পড়তে না হয় সেই কথা মাথায় রেখেই হাওড়া বাসীদের সুবিধার্থে   তাদের জন্য বানানো হচ্ছে নতুন সেতু। হাওড়া স্টেশন লাগোয়া ৯০ বছেরের পুরনো চাঁদমারি সেতুর ইতিমধ্যেই  মেয়াদ ফুরিয়েছে। তার জায়গায় মানুষের সুবিধার কথা মাথায় রেখে ১৫ মিটার চওড়া একটি সেতু তৈরি কাজ শুরু হয়েছে।

চার লেনের এই সেতুটি তৈরি হলে রেল লাইন সম্প্রসারণে সুবিধা হবে, তা ছাড়া ট্রেন চলাচলও  মসৃণ হবে। উল্লেখ্য ,নতুন এই সেতুটি কংক্রিটের একটি স্তম্ভ থেকে একাধিক কেবলের মাধ্যমে ঝুলে থাকবে। এর ফলে সেতুর নীচে ট্রেন চালচলে আর কোন সমস্যা থাকবে না। কিন্তু বর্তমান সেতুটির ক্ষেত্রে সেই সমস্যা থাকার জন্য লাইনের সম্প্রসারণ করা সম্ভব হচ্ছিল  না।

আরোও পড়ুন : আর মাত্র কয়েক দিন! এগিয়ে আসছে কালাষ্টমী, কালভৈরবকে তুষ্ট করতে করুন এই কাজগুলি

প্রসঙ্গত ,ইংরেজ আমলে তৈরি বর্তমান সেতুটি ‘বো স্ট্রিং’ শ্রেণির। মূল সেতুটি ৬৫ মিটার লম্বা এবং ৭.৫ মিটার চওড়া। গোড়ায় ওই জায়গায় কাঠের উড়ালপুল ছিল। জানা যায়, ১৯ শতকে রামযতন বসু উড়ালপুলটি তৈরি করেছিলেন লাইন পেরিয়ে বাজার যাওয়া সমস্যার থেকে মুক্তি পাওয়ার জন্য। পরে অবশ্য ইস্ট ইন্ডিয়া রেল ১৯৩৩ সালে কাঠের উড়ালপুলটি ভেঙ্গে  কংক্রিটের বর্তমান সেতুটি নির্মাণ করে।

bridge 1698991734219 1698991740011

এটি এখন চাঁদমারি সেতু বা বাঙ্গালবাবু সেতু বলে পরিচিত। সেতুটি মেয়াদ অনেক দিন হল ফুরিয়েছে। তাই সেটির পাশেই একটি ঝুলন্ত  সেতু নির্মাণের কাজ জোর কদমে চলছে। ৪০ শতাংশ কাজ হয়ে গিয়েছে বলে রেল সূত্রে জানা যাচ্ছে। বাকি কাজও এ বছরের মধ্যে শেষ হয়ে যাবে বলে আশা রেলের। নতুন সেতুর কাজ সম্পন্ন হলে তার পর পুরনো সেতুটি ভাঙা হবে বলে জানানো হয়েছে রেলের তরফ থেকে ।

Comments

Popular posts from this blog

latest news

India rag is a bengali web portal and they use source of Anandabazar Patrika and many site

শীতেও এবার গলদঘর্ম হবেন আপনি! ডিসেম্বরে খেল দেখাবে অভিশপ্ত এল নিনো