একটানা ৮ মাস! বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, রোজকার যাতায়াতের জন্য কোন রুট ধরবেন ?

নেশনহান্ট ডেস্ক : প্রায় আট মাস একটানা যান নিয়ন্ত্রণ করা হবে দ্বিতীয় হুগলি সেতু (Second Hoogly Bridge) বা বিদ্যাসাগর সেতুতে। আগামীকাল থেকে রক্ষণাবেক্ষণের কাজ শুরু হবে দ্বিতীয় হুগলি সেতুতে। তার আগে বুধবার থেকে বিশাল পরিমাণ পরিবর্তন আসতে চলেছে রুটগুলিতে। বুধবার থেকে দ্বিতীয় হুগলির সেতুতে বন্ধ করে দেওয়া হবে ভারী ও মাঝারি পণ্যবাহী গাড়ি।

হয়রানি কমাতে পুলিশের পক্ষ থেকে কিছু বিকল্প রাস্তার সন্ধান দেওয়া হয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক সেগুলি। যে ভারী ও মাঝারি পণ্যবাহী গাড়িগুলি ডি এল খান রোডের দিক থেকে এজেসি বোস রোড হয়ে আসবে সেগুলি হসপিটাল রোড, কে পি রোড, ডাফরিন রোড, মেয়ো রোড হয়ে এসপ্ল্যানেড ক্রসিং, শ্যামবাজার পাঁচ মাথার মোড় পার করে পাঠিয়ে দেওয়া হবে নিবেদিতা সেতুতে। 

আরোও পড়ুন : ‘জগদ্ধাত্রী’ দেখতে চন্দননগর তো যান! কিন্তু এই পুজোর সূচনা কিভাবে জানেন?

এক্সাইড ক্রসিং থেকে এজেসি বোস রোড হয়ে আসা ভারী ও মাঝারি পণ্যবাহী গাড়িগুলিকে নিবেদিতা সেতু দিয়ে পার করানো হবে জওহরলাল নেহরু রোড, ডোরিনা ক্রসিং, সি আর এভিনিউ, শ্যামবাজার পাঁচ মাথার মোড় পার করে টালা ব্রিজ, ডানলপ ক্রসিং হয়ে। পোর্টের দিক থেকে যে পণ্যবাহী গাড়িগুলি আসবে সেগুলিকে দ্বিতীয় হুগলি সেতুর বদলে পার করানো হবে নিবেদিতা সেতু দিয়ে।

fotojet 75 0 sixteen nine

যতক্ষণ না পর্যন্ত রক্ষণাবেক্ষণের কাজ শেষ হবে ততক্ষণ এই বিধি নিষেধ জারি থাকবে। প্রসঙ্গত, দ্বিতীয় হুগলী সেতু দিয়ে চলাচল করে পোর্ট ট্রাস্টের বেশ কিছু বড় গাড়ি। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে আপাতত সেই গাড়িগুলিকে পাস করানো হবে রাত 12 টার পর থেকে। তবে অন্যান্য যে ভারী ও মাঝারি পণ্যবাহী গাড়িগুলি থাকবে সেগুলিকে আগামী ৮ মাস নিবেদিতা সেতু হয়ে চলাচল করতে হবে।

Comments

Popular posts from this blog

latest news

India rag is a bengali web portal and they use source of Anandabazar Patrika and many site

সইবে ঝড়-জলের দাপট, টিকে থাকবে বিস্ফোরণেও! এই শহরেই এবার দেশের প্রথম তারের 'রেলসেতু'