কেন ৭৭ নম্বরের জার্সি পরেই খেলেন শুভমান গিল! অবশেষে ফাঁস হল রহস্য

নেশন হান্ট ডেস্ক: বর্তমান সময়ে ভারতীয় ক্রিকেট দলের তরুণ সদস্যদের মধ্যে অন্যতম হলেন শুভমান গিল (Shubman Gill)। ধারাবাহিকভাবে একের পর এক দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে দলের অন্যতম স্তম্ভ হয়ে উঠেছেন এই তরুণ ব্যাটার। তবে, চলতি বিশ্বকাপের শুরুতেই ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন শুভমান। সেখান থেকে সুস্থ হয়ে পাকিস্তান ম্যাচ থেকে দলে কামব্যাক করেন তিনি। এমন পরিস্থিতিতে, তাঁর থেকে বড় রানের আশায় রয়েছে টিম ইন্ডিয়া।

এমনিতেই, এই বিশ্বকাপে ভারতীয় দল দারুণ পারফরম্যান্স প্রদর্শন করছে। শুধু তাই নয়, গত ম্যাচে শ্রীলঙ্কাকে কার্যত উড়িয়ে দিয়ে সেমিফাইনালের টিকিটও প্রায় কনফার্ম করে ফেলেছে টিম ইন্ডিয়া। এদিকে, চলতি বছরে ব্যাট হাতে রীতিমতো স্বপ্নের ফর্মে রয়েছেন শুভমান। বর্তমানে, তিনি দলের ওপেনারের ভুমিকাতে অবতীর্ণ হচ্ছেন। এমতাবস্থায়, যতো দিন এগোচ্ছে ততোই অনুরাগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এই তরুণ ক্রিকেটারের। পাশাপাশি, তাঁর সম্পর্কে অজানা সব তথ্য জানার জন্যও আগ্রহ প্রকাশ করছেন প্রত্যেকে।

Why Shubman Gill's jersey number is 77

সেই রেশ বজায় রেখেই বর্তমান প্রতিবেদনে আজ আমরা শুভমান গিল সম্পর্কে এমন একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপিত করব যেটি অনেকেরই অজানা। মূলত, এই বিশ্বকাপে শুভমান গিলের একটি অজানা বিষয়ের পর্দাফাঁস হয়েছে। একটা বিষয় লক্ষ্য করলে দেখা যাবে যে, আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের সময় থেকেই ৭৭ নম্বর জার্সি পরে খেলেন শুভমান গিল। কিন্তু কেন তিনি জার্সির ক্ষেত্রে এই বিশেষ সংখ্যাটিকে বেছে নিয়েছেন সেটি অধিকাংশজনেরই অজানা। এর পেছনে রয়েছে একটি অবাক করা কারণ।

আরও পড়ুন: এক্সট্রা লেয়ারের বল পান শামি, বুমরাহরা! টিম ইন্ডিয়ার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ পাক ক্রিকেটারের

আসলে, গিলের ৭৭ নম্বর জার্সির পরে খেলার পেছনে অন্যতম কারণ হলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। হ্যাঁ, প্রথমে এই বিষয়টি জেনে কিছুটা চমকে গেলেও এটা কিন্তু একদমই সত্যি। এই বিষয়টি স্পষ্ট করেছেন স্বয়ং শুভমানই। সম্প্রতি একটি সাক্ষাৎকারে গিল জানিয়েছেন, “অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সময়ে আমি ৭ নম্বর জার্সি চেয়েছিলাম। ওটা আমার লাকি সংখ্যা। কিন্তু সেটা পাইনি। কারণ ৭ নম্বর জার্সি পরে খেলতেন ধোনি”।

আরও পড়ুন: Tata, Hyundai-কে টেক্কা দিয়ে এক মাসে সবচেয়ে বেশি গাড়ি বিক্রি করল এই কোম্পানি, তৈরি হল রেকর্ড

পাশাপাশি, তিনি আরও জানান যে, “৭ নম্বর জার্সি না পেয়ে আমি তখন ৭-এর পেছনে আরও একটা সাত লাগিয়ে ৭৭ নম্বর জার্সি দিতে বলি এবং তখন সেটা পেয়েও যাই। সেই অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ থেকেই আমি নিয়মিত ৭৭ নম্বর জার্সি পরে খেলি।” ওই কারণেই গিলের জার্সি সংখ্যা হয়েছে ৭৭।

Comments

Popular posts from this blog

latest news

India rag is a bengali web portal and they use source of Anandabazar Patrika and many site

সইবে ঝড়-জলের দাপট, টিকে থাকবে বিস্ফোরণেও! এই শহরেই এবার দেশের প্রথম তারের 'রেলসেতু'