রেহাই দেননি নিজের মেয়েকেও! টাকার বিনিময়ে আলিয়াকে দিয়ে এই কাজগুলোও করাতেন মহেশ ভাট

নেশনহান্ট ডেস্ক : বলিউড বলতেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে এক গ্ল্যামার ওয়ার্ল্ড এর ছবি। কিন্তু প্রদীপের নিচেই যে অন্ধকার থাকে সেটা আমরা অনেক সময় ভুলে যাই। বলিউডের একদিকে যেমন চাকচিক্যে ভরা, অন্যদিকটা তেমনই অন্ধকার। বলিউডে এমন হাজারো বিতর্ক রয়েছে যেগুলি বছরের পর বছর ধরে খবরের হেডলাইনস হয়েছে।

বলিউডের অন্যতম বিতর্কিত চরিত্রগুলির একজন হলেন পরিচালক মহেশ ভাট। একটা সময় বড় মেয়ে পূজা ভাটকে চুম্বন করা থেকে শুরু করে একাধিক বিবাহ, মহেশ ভাট মানেই বিতর্কের এক অন্য নাম। সম্প্রতি তাঁর ছোট কন্যা আলিয়া ভাট এক ইন্টারভিউতে এমন একটি কথা বলেছেন যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। 

আরোও পড়ুন : পাঠ্যপুস্তক নিয়ে এবার বড়সড় পরিকল্পনা! স্কুলশিক্ষা দপ্তরের সিদ্ধান্তে কতটা লাভ হবে রাজ্যের পড়ুয়াদের ?

কিছুদিন আগে আলিয়া একটি সাক্ষাৎকারে বলেছেন, “আমি বাবার সব কথা শুনতাম অর্থের জন্য। অর্থের বিনিময়ে আমাকে দিয়ে বাবা সব কাজ করিয়ে নিত।” এরপরই আলিয়া ভাট বলেন, “আমাকে বাবা ৫০০ টাকার বিনিময় হাত পা টিপিয়ে নিত।” প্রসঙ্গত মহেশ ভাটও একবার একটি সাক্ষাৎকারে বলেছিলেন, অর্থের বিনিময়ে তিনি তাঁর মেয়েকে দিয়ে সব কাজ করিয়ে নিতেন।

আরোও পড়ুন : মাস গেলে মিলবে মোটা মাইনে, মাধ্যমিক পাশেই হবে বাজিমাত! প্রচুর কর্মী নিয়োগ এবার পোস্ট অফিসে

আলিয়ার সাক্ষাৎকারে বলা এই কথাটি নিয়ে বিতর্ক তৈরি হওয়ার অন্যতম কারণ হল এর আগে তিনি বারবার বলেছেন যে বাবার সাথে খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তাঁর। মহেশ ভাটের স্ত্রী সোনি রাজদানের সাথে আলিয়া ভাটের মুখের তেমন মিল নেই। কিন্তু আলিয়া ভাটের মুখের অনেক মিল রয়েছে মহেশ ভাটের বড় মেয়ে পূজা ভাটের সাথে।

alia bhatt mahesh bhatt 2 1264x720

অতীতে এই বিষয়টি নিয়ে বেশ জলঘোলা  হয়েছিল সোশ্যাল মাধ্যমে। প্রসঙ্গত, সুশান্তের মৃত্যুর পর যে নামটি সবার আগে উঠে এসেছিল মিডিয়ায়, সেটি হল মহেশ ভাট। শুধুমাত্র ক্ষমতার জন্য ছাড়া পেয়ে গেছিলেন। এছাড়াও বারবার বিভিন্ন কারণে মহেশ ভাট যুক্ত হয়েছেন বিতর্কে। তাই অনেকেই মহেশ ভাটকে এড়িয়ে চলতেও পছন্দ করেন।

Comments

Popular posts from this blog

latest news

India rag is a bengali web portal and they use source of Anandabazar Patrika and many site

শীতেও এবার গলদঘর্ম হবেন আপনি! ডিসেম্বরে খেল দেখাবে অভিশপ্ত এল নিনো