জেলেই জমল বালু-পার্থর গপ্পো! জ্যোতিপ্রিয়কে দেখেই 'গুরুত্বপূর্ণ' পরামর্শ প্রাক্তন শিক্ষামন্ত্রীর, যা বললেন...

নেশনহান্ট ডেস্ক : লালন বলেছিলেন “মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সঙ্গে…,” মিলন হল, তবে এই মিলন সুখের নয়। এই দুই হেভি ওয়েটের মিলন এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। আমরা কথা বলছি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে। রাজ্যের এই দুই দাপুটে তৃণমূল নেতার বর্তমান ঠিকানা প্রেসিডেন্সি জেল।

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গত বছর জুলাই মাসে গ্রেফতার হন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বর্তমানে প্রেসিডেন্সি জেলেই ঠিকানা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের। আবার কিছুদিন আগে রেশন দুর্নীতি  মামলায় গ্রেফতার করা হয়েছে প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে।

আরোও পড়ুন : মাত্র ১০ টাকাতেই ভুরিভোজ! অবাক লাগছে? টুক করে বেরিয়ে আসুন বাংলার এই রাজবাড়ী থেকে

বর্তমানে জ্যোতিপ্রিয় মল্লিককেও নিয়ে আসা হয়েছে প্রেসিডেন্সি জেলে। সেই অর্থে তৃণমূলের এই দুই হেভি ওয়েট এখন পড়শি। তবে শুধু এক জেল নয়, জ্যোতিপ্রিয় ও পার্থ রয়েছেন প্রেসিডেন্সি জেলের পয়লা বাইশ ওয়ার্ডে পাশাপাশি সেলে। জানা গেছে জ্যোতিপ্রিয়র সাথে মুখোমুখি হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়।

আরোও পড়ুন : বাংলার এই জায়গাতেই উদ্বোধন হয়েছিল প্রথম জগদ্ধাত্রী পুজোর! জানেন, শুরু করেছিলেন কে ?

একদা সহকর্মীর সাথে দেখা হওয়ার পরই তাকে নাকি ‘গুরুত্বপূর্ণ’ পরামর্শ দিয়েছেন পার্থ। সূত্রের খবর, জ্যোতিপ্রিয়র দ্রুত শারীরিক উন্নতির প্রার্থনা করেছেন পার্থ। ইডির হাতে গ্রেপ্তার হওয়ার পর জ্যোতিপ্রিয় বারবার নিজেকে অসুস্থ বলে দাবি করেছেন। যদিও জেল কর্তৃপক্ষের দাবি বর্তমানে অনেকটাই সুস্থ রয়েছেন মন্ত্রী।

partha jyotipriya 768x402.jpg

সম্প্রতি বাড়ির খাবার নিষিদ্ধ করা হয়েছে তার জন্য। কড়া নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের পক্ষ থেকে।জেল কর্তৃপক্ষ জানিয়েছে, অন্যান্য বন্দীদের মতো ডায়েট অনুযায়ী জ্যোতিপ্রিয়কে খাবার দেওয়া হবে জেল থেকেই। জেলের খাবার খেতে হবে শুনে রবিবার নাকি রাতে কান্নাকাটিও করেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক।

Comments

Popular posts from this blog

latest news

India rag is a bengali web portal and they use source of Anandabazar Patrika and many site

শীতেও এবার গলদঘর্ম হবেন আপনি! ডিসেম্বরে খেল দেখাবে অভিশপ্ত এল নিনো