পুজোর আবহে দুঃসংবাদ! বাড়ল গ্যাসের দাম, কোন শহরে রেট কত?

নেশনহান্ট ডেস্ক : উৎসবের মরশুমে বড় ধাক্কা। ১০০ টাকারও বেশি দাম বৃদ্ধি হল বাণিজ্যিক গ্যাসের। গোটা দেশজুড়ে নতুন এই দাম কার্যকর হতে চলেছে ১লা নভেম্বর থেকে। কেন্দ্রীয় সরকার অবশ্য জানিয়েছে বাণিজ্যিক গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে তেল কোম্পানিগুলির পক্ষ থেকে। ছোট-বড় রেস্তরাঁ থেকে শুরু করে এলপিজি চালিত গাড়িতে ব্যবহৃত হয় ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস।

বাণিজ্যিক গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ার ফলে এই ক্ষেত্রগুলিতে প্রভাব পড়তে চলেছে। আজ অর্থাৎ বুধবার থেকেই নতুন দামে গ্যাস সিলিন্ডার কিনতে হবে দেশের প্রত্যেকটি শহরের বাসিন্দাদের। দাম বৃদ্ধির পর ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কলকাতায় ১৯৪৩ টাকা হয়েছে। দিল্লিতে নতুন দাম দাঁড়িয়েছে ১৮৩৩ টাকা।

আরোও পড়ুন : চাকরিপ্রার্থীদের জন্য এবার ‘কল্পতরু’ সরকার! এই পদগুলি হবে কর্মী নিয়োগ, মিস করলেই বড় লস

১৯ কেজির বাণিজ্যিক গ্যাস মুম্বাইতে ১৭৮৫ টাকায় বিক্রি হচ্ছে আজ থেকে। আজ থেকে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার বেঙ্গালুরুতে ১৯১৪.৫০ টাকা এবং চেন্নাইয়ে ১৯৯৯.৫০ টাকায় বিক্রি হচ্ছে। এই নিয়ে গত দু মাসে দ্বিতীয়বার দাম বৃদ্ধি হল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের। এর আগে অক্টোবর মাসে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি পায় ২০৯ টাকা। 

1698817009 commercial

যদিও অক্টোবরে দাম বৃদ্ধি পেলেও সেপ্টেম্বরে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কিছুটা কমেছিল। ১৫৭ টাকা পর্যন্ত বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম হ্রাস পায় সেপ্টেম্বর মাসে। আজ ১৯ কেজির গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি পেলেও ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাসের দাম অপরিবর্তিতই আছে। ফলে, এখনও পর্যন্ত স্বস্তিতেই আছেন গৃহস্থ বাড়ির কর্তারা।

Comments

Popular posts from this blog

latest news

India rag is a bengali web portal and they use source of Anandabazar Patrika and many site

সইবে ঝড়-জলের দাপট, টিকে থাকবে বিস্ফোরণেও! এই শহরেই এবার দেশের প্রথম তারের 'রেলসেতু'