মোবাইল-ল্যাপটপ নিয়ে ট্রেনে চাপলে লাগবে অনুমতি! নতুন নিয়ম আনছে রেল, না জানলেই বিপত্তি

নেশনহান্ট ডেস্ক : রেলওয়ে রেড টারিফ রুল, 2000 কে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে পরিবর্তন করা হয়। তারপরেই লিথিয়াম, লিথিয়াম-আয়ন ব্যাটেরি ও এই জিনিসগুলি দিয়ে তৈরি বিভিন্ন পণ্য রেলে পরিবহনের অনুমতি দেওয়া হয়। তবে এবার নতুন নিয়ম বলবৎ হচ্ছে লিথিয়াম এবং লিথিয়াম-আয়ন ব্যাটেরি পরিবহণের ক্ষেত্রে।

রেলের এই পদক্ষেপের ফলে এক জায়গা থেকে অন্য জায়গায় মোবাইল ফোন, ল্যাপটপ ও ছোটো বৈদ্যুতিক গাড়ি-সহ বিভিন্ন জিনিস রেলের পার্সেল পরিষেবার মাধ্যমে পাঠানো সম্ভব হচ্ছে। জানা গিয়েছে, লিথিয়াম এবং লিথিয়াম-আয়ন ব্যাটেরি পরিবহণ করার ক্ষেত্রে বিশেষ নিয়ম মেনে করতে হবে প্যাকেজিং।

আরোও পড়ুন : বাবা-মেয়ের সম্পর্ক নিয়েও কেচ্ছা! উত্তরকুমার সুপ্রিয়া কন্যার সাথে যা করেছিলেন, সত্যি জানলে কষ্ট লাগবে

লিথিয়াম এবং লিথিয়াম-আয়ন ব্যাটেরি পরিবহন করতে হলে ৪৮ ঘন্টা আগে সেই বিষয়ে জানাতে হবে রেলকে। রেলের এক কর্তা জানিয়েছেন, এই জিনিসগুলি পরিবহন করার জন্য আগে থেকে রেল কর্তাদের দ্বারা পরীক্ষা করাতে হবে। একই সাথে এই জিনিসগুলি সঠিক ক্লাসিফিকেশনের ব্যবস্থা করবে রেল।

আরোও পড়ুন : উত্তরবঙ্গে লুকোনো স্বর্গ, সামান্য খরচে ঘুরে আসুন এই হিল স্টেশন! মিলবে শান্তি

জানা যাচ্ছে রেলের এই সিদ্ধান্তের পেছনে রয়েছে বিশেষ কারণ। রেল বলছে এই জাতীয় জিনিসগুলি পরিবহন করার সময় আগুন লাগার সম্ভাবনা থাকে বেশি। এই জাতীয় পণ্য থেকে সেপ্টেম্বরের দুবার আগুন লাগার ঘটনা ঘটেছে। এই অর্থবছরের প্রথম ত্রৈমাসিকে পাঁচবার ঘটে গেছে এমন দুর্ঘটনা।

indian train

রেলওয়ে রেড টারিফ রুল, 2000-কে পরিবর্তন করে একই সাথে রেলের পক্ষ থেকে অগ্নি নির্বাপক, লাইটার বা লাইটার রিফিল, দাহ্য পারফিউম ও লিকুইড পরিবহণেরও অনুমতি দেওয়া হয়। রেলের পার্সেন্ট পরিষেবার মাধ্যমে এই জিনিসগুলি এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহন করা যায়। এই পরিষেবা দিয়ে রেল চাইছে নিজেদের আয় আরো বৃদ্ধি করতে।

Comments

Popular posts from this blog

latest news

India rag is a bengali web portal and they use source of Anandabazar Patrika and many site

সইবে ঝড়-জলের দাপট, টিকে থাকবে বিস্ফোরণেও! এই শহরেই এবার দেশের প্রথম তারের 'রেলসেতু'