ঘুরতে গেলেই মিলবে কোটি কোটি টাকা! অবাক লাগছে ? দেখুন কোন শর্তে মিলবে এই সুবর্ণ সুযোগ

নেশনহান্ট ডেস্ক : কর্মব্যস্তময় দিন থেকে কয়েকটা দিনের ছুটি পেলেই আমরা ঘুরতে বেরিয়ে পড়ি। আমাদের গন্তব্যের তালিকায় কখনো থাকে পাহাড় আবার কখনো সমুদ্র কিংবা জঙ্গল। রোমাঞ্চকর এক অনুভূতির জন্য আমরা অনেকেই বিভিন্ন অজানা জায়গাতেও পাড়ি জমাই। তবে ঘুরতে যাওয়ার ক্ষেত্রে আমাদের প্রধান সমস্যার কারণ হয়ে দাঁড়ায় অর্থ।

অনেকেই আমরা টাকার জন্য ঘুরতে যাওয়ার প্ল্যান থেকে সরে আসি। কিন্তু জানেন পৃথিবীতে এমন একটি সংস্থা রয়েছে যারা ঘুরতে যাওয়ার জন্য আপনাকে বেতন দেবে? শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি। সম্প্রতি কর্মী নিয়োগের একটি অবিশ্বাস্য বিজ্ঞপ্তি জারি করেছে ফেয়ারফ্যাক্স অ্যান্ড কেনসিংটন নামের একটি প্রতিষ্ঠান। 

আরোও পড়ুন : আরও সস্তা হয়ে যাবে LPG সিলিন্ডার! এই প্রথমবার বড় পদক্ষেপ নিতে চলেছে সরকার

কর্মী নিয়োগের এই অফার ভাইরাল হয়েছে সোশ্যাল মাধ্যমে। এরপর এটিকে ঘিরে চলছে তুমুল আলোচনা। সংস্থা এমন কর্মীর সন্ধানে রয়েছে যারা নিজেদের সঙ্গীদের নিয়ে সংস্থার নিজস্ব দ্বীপে গিয়ে বসবাস করতে পারবেন। সেই দ্বীপে থাকার পাশাপাশি মিলবে বিলাসবহুল সুযোগ সুবিধা। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে কর্মীকে বছরে  ১ লক্ষ ৮৫ হাজার ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় দেড় কোটি টাকা) বেতন দেওয়া হবে।

1699449985 new project 2023 11 08t184934 226

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে দ্বীপে থাকাকালীন তাদের কর্মীকে সঙ্গীর সাথে বিভিন্ন মুহূর্ত ক্যামেরাবন্দি করতে হবে। সংস্থা চাইছে এইভাবে নিজেদের দ্বীপের বিজ্ঞাপন ও প্রচার করতে। আগামী বছরের শুরু থেকেই কাজ শুরু করে দিতে হবে নির্বাচিত কর্মীদের। কর্মীরা বছরে একবার ২৫ দিনের ছুটি পাবেন। যদিও এই দ্বীপ কোথায় অবস্থিত সেই ব্যাপারে সংস্থা কিছুই জানায়নি।

Comments

Popular posts from this blog

latest news

India rag is a bengali web portal and they use source of Anandabazar Patrika and many site

সইবে ঝড়-জলের দাপট, টিকে থাকবে বিস্ফোরণেও! এই শহরেই এবার দেশের প্রথম তারের 'রেলসেতু'