লম্বা লাইনে দাঁড়িয়ে ক্রেতারা,উপচে পড়া ভিড় সোনার দোকানে! ভাইফোঁটায় কততে বিকোচ্ছে হলুদ ধাতু ?

নেশনহান্ট ডেস্ক : এখন গোটা দেশে রয়েছে উৎসবের আমেজ। দুর্গাপুজো, ধনতেরাস, কালী পুজো পেরিয়ে সামনে আবার রয়েছে ছট পুজো। উৎসব মানেই ভারতীয়দের মধ্যে কেনাকাটার একটা জোয়ার লক্ষ্য করা যায়। ধনতেরাসের সময় সোনা-রূপো কেনার চাহিদা ব্যাপকহারে বৃদ্ধি পায় আমাদের দেশে।

অনেকেই বিশ্বাস করেন ধনতেরাসের সময় সোনা-রুপা কিনলে সংসারের শ্রী বৃদ্ধি হয়। ধনতেরাসের পর আজ ভাইফোঁটা। ভাই-বোনের এই মিলন উৎসবে অনেকেই সোনা-রুপোর গহনা কিনে থাকেন। আজ অর্থাৎ বুধবার ভাইফোঁটার দিন সোনার বাজার কিন্তু বেশ চাঙ্গা রয়েছে। সবথেকে বড় খবর আজ সোনার দাম বৃদ্ধি হয়নি।

২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম আজ ৫৫ হাজার ৫৫০ টাকা। সোনার দাম মঙ্গলবারও একই ছিল। অর্থাৎ আজ ভাইফোঁটার দিনও পরিবর্তন আসেনি সোনার দামে। ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার গ্রাম আজ ৬০ হাজার ৬০০ টাকা। অর্থাৎ মঙ্গলবারের মতই দাম রয়েছে বুধবারেও। সোনার পাশাপাশি আজ দাম অপরিবর্তিত রয়েছে রুপোর।

আরোও পড়ুন : স্রেফ বাচ্চার জন্য বিয়ে করেছিলেন সইফ! এত বছর পর পারস্পরিক সম্পর্ক নিয়ে বিস্ফোরক করিনা

আজ কলকাতায় ১ কেজি রুপোর দাম ৭৩ হাজার টাকা। কলকাতায় দিওয়ালির দিন অর্থাৎ সোমবার এক কিলো রূপো  বিক্রি হয়েছে ৭২ হাজার ৪০০ টাকায়। রুপোর দাম কিছুটা বৃদ্ধি পায় মঙ্গলবার। ফলে, সাময়িক চিন্তা বাড়ে আমজনতার। কিন্তু আজ রুপোর দামের পরিবর্তন লক্ষ্য করা যায়নি। আজ অবশ্য বহাল রয়েছে মঙ্গলবারের দামই ।

1608212653 5fdb60ade035c 1

 

উৎসবের সময় সোনা ও রুপোর  দাম অপরিবর্তিত থাকায় স্বাভাবিকভাবেই অনেকের মুখে হাসি ফুটেছে। এদিকে এগিয়ে আসছে বিয়ের সিজন। অন্যদিকে ভাইফোঁটার দিন অনেকেই রয়েছেন যারা বোনকে সোনা বা রুপোর গহনা উপহার দেন। সেই সব দাদা বা ভাইদের জন্য আজকের দিনটি বেশ সুখের বলাই যায়।

Comments

Popular posts from this blog

latest news

India rag is a bengali web portal and they use source of Anandabazar Patrika and many site

সইবে ঝড়-জলের দাপট, টিকে থাকবে বিস্ফোরণেও! এই শহরেই এবার দেশের প্রথম তারের 'রেলসেতু'