সঙ্গে রাখুন ছাতা, ভাইফোঁটাতেই ভোলবদল আবহাওয়ার! তুমুল বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের এই ৭ জেলায়

নেশনহান্ট ডেস্ক: কালী পুজো শেষের মুখে। এরপর রয়েছে ভাইফোঁটা। ভাইফোঁটার আগে বেশ কিছুটা পারদের পতন হয়েছে বাংলায়। দুর্গাপুজোর পর থেকেই বাংলার আবহাওয়া বেশ কিছুটা বদলাতে শুরু করেছিল। কালীপুজো আসার আগেই জানান দিচ্ছিল শীত। কিন্তু এবার ফের একবার বড় রকমের পরিবর্তন হতে পারে আবহাওয়ার।

আলিপুর হাওয়া অফিস বলেছে ভাইফোঁটা বা তার পরের দিন থেকে বদল আসতে পারে আবহাওয়ায়। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস স্বাভাবিকভাবেই মন খারাপ করে দিয়েছে বাংলাবাসীর। ফের একবার বাংলার মানুষ নিম্নচাপের আশঙ্কায় উদ্বিগ্ন। আজ মঙ্গলবার অর্থাৎ সপ্তাহের দ্বিতীয় কার্য দিবস।

আরোও পড়ুন : আজকের রাশিফল ১৪ নভেম্বর মঙ্গলবার! সাফল্য লাভ হনুমানজীর কৃপায়, প্রেমে চমক এই রাশিগুলির

আজকে কেমন থাকবে বাংলার আবহাওয়া? এক নজরে সেটাই জেনে নেব। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে আজ। এই নিম্নচাপ আগামী কয়েক দিনে প্রবল আকার ধারণ করতে পারে। এর ফলে রাজ্যের একাধিক জেলায় রয়েছে বৃষ্টিপাতের আশঙ্কা।

আরোও পড়ুন : বাবা বিখ্যাত নায়ক, তবুও পাত্তা দিল না টলিপাড়া! কোথায় হারিয়ে গেল তাপস পালের কন্যা?

হাওয়া অফিস জানাচ্ছে আজ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ সব জায়গার আবহাওয়াই মোটামুটি শুকনো থাকবে।আগামীকাল থেকে কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে। এমনকি এই বৃষ্টির প্রভাব কলকাতাতেও পড়তে পারে বলে খবর।  হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী এই নিম্নচাপটি ১৬ নভেম্বর শক্তি বৃদ্ধি করে এর প্রভাব ফেলবে রাজ্যের একাধিক জেলায়।

weather 2.jpeg

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর এটি গভীর নিম্নচাপে পরিণত হবে বৃহস্পতিবার। উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার। পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, এবং পূর্ব বর্ধমানে বৃহস্পতিবার ও শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।

 

Comments

Popular posts from this blog

latest news

India rag is a bengali web portal and they use source of Anandabazar Patrika and many site

শীতেও এবার গলদঘর্ম হবেন আপনি! ডিসেম্বরে খেল দেখাবে অভিশপ্ত এল নিনো