একই রংয়ের পোশাক! রাত পার্টিতে কাঞ্চনকে চোখে হারালেন শ্রীময়ী, গোপনীয়তা আলগা করছেন এই জুটি?

নেশনহান্ট ডেস্ক : একটা সময় তাদের সম্পর্ক নিয়ে বেশ আলোচনা হয়েছে সমাজ মাধ্যমে। তবে নিজের মেন্টার থেকে শুরু করে ভালো বন্ধু, কাঞ্চনকে তিনি বলে ফেলেছিলেন সব ধরনের উপমাই। কিছুদিন আগে তারা জুটি বেঁধে গিয়েছিলেন সিনেমা দেখতে। এবার রক্তবীজের সাকসেস পার্টিতে তারা একসাথেই গেলেন।

তবে সবার নজর কাড়ল এই জুটির একই রঙের পোশাক। কথা হচ্ছে কাঞ্চন মল্লিক আর শ্রীময়ী চট্টরাজকে নিয়ে। কাঞ্চন মল্লিক রক্তবীজ ছবিতে এক পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন। পুজোয় মুক্তি পাওয়া এই ছবিটি বেশ ভালই ব্যবসা করছে গোটা বাংলা জুড়ে। শিবপ্রসাদ-নন্দিতা পরিচালিত এই ছবিটি ভালো টক্কর দিয়েছে বিগ বাজেট ফিল্ম বাঘাযতীনকেও।

আরোও পড়ুন : খরচ খুব সামান্য! দেখা মিলবে অপরূপ পাহাড় আর সবুজের গালিচার, ঢুঁ মেরে আসুন এই গ্রামে

সম্প্রতি এই ছবির সাকসেস পার্টির আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে কাঞ্চন মল্লিক পৌঁছেছিলেন চর্চিত প্রেমিকা শ্রীময়ী চট্টোরাজকে সাথে নিয়ে। তবে এই দুজনকে দেখে অনেকেই বলছেন তারা হয়ত প্ল্যান করে একই রংয়ের পোশাক পরে এসেছেন। দুজনের নীল রঙের পোশাক সবার নজর কেড়েছে। এই অনুষ্ঠানে মাঝেমধ্যেই দেখা গেছে শ্রীময়ীর মুখের মুচকি হাসি।

আরোও পড়ুন : মিলবে মোটা বেতন, কপাল খুলবে কর্মপ্রার্থীদের! প্রচুর লোক নেবে রাজ্য পুলিশে, আবেদন করুন শিগগিরই

এছাড়াও মাঝে মাঝে সন্তর্পনে তিনি দেখছিলেন কাঞ্চনকে। সেই ভিডিও ভাইরাল হয়ে গেছে সমাজ মাধ্যমে। ভিডিও ভাইরাল হওয়ার পর কমেন্ট সেকশনে বয়ে গেছে কমেন্ট এর বন্যা। এক ব্যবহারকারী লিখেছেন, “কাঞ্চন দারও গার্লফ্রেন্ড রয়েছে, আর আমি বনে বাদারে ঘুরে বেড়াচ্ছি।” অন্য এক ব্যবহারকারী আবার লিখেছেন, “প্রমাণ হয়ে গেল ওর প্রাক্তন স্ত্রীর অভিযোগগুলো মিথ্যা ছিল না।”

https://www.instagram.com/reel/CzWzCmXPF-6/?igshid=MXZmb2lvNWZueTN2bg==

বছর আড়াই আগে কাঞ্চন মল্লিক ও তার স্ত্রীর অশান্তির খবর সমাজমাধ্যম ও খবরে হেডলাইন্স হয়।  বর্তমানে তাদের ডিভোর্সের মামলা বিচারাধীন রয়েছে আদালতে। পিঙ্কির সাথে কাঞ্চনের দূরত্ব যত বেড়েছে ততই শ্রীময়ীর সাথে ঘনিষ্ঠতা বেড়েছে এই সাংসদ-অভিনেতার। তবে কাঞ্চন কখনো প্রকাশ্যে বলেননি যে তারা শুধুই বন্ধু নাকি অন্য কিছু।

Comments

Popular posts from this blog

latest news

India rag is a bengali web portal and they use source of Anandabazar Patrika and many site

শীতেও এবার গলদঘর্ম হবেন আপনি! ডিসেম্বরে খেল দেখাবে অভিশপ্ত এল নিনো