হু হু করে নামবে পারদ, এই দিনেই জাঁকিয়ে পড়বে শীত! চমকে দেওয়া খবর দিল আবহাওয়া দপ্তর

নেশনহান্ট ডেস্ক : আজ সপ্তাহের প্রথম দিন। নভেম্বর মাসও শেষের পথে। আর কিছুদিন পরই ডিসেম্বর। কিন্তু এখনও বাংলায় সেভাবে জাঁকিয়ে শীত পড়েনি। এখন অনেকেরই প্রশ্ন কবে থেকে শীত পড়বে বাংলা জুড়ে? সপ্তাহের প্রথম দিনে অবশ্য দেখা মিলেছে রোদ ঝলমলে আকাশের। উৎসবের ছুটি, বিশ্বকাপের রেশ কাটিয়ে এবার সবাইকে যার যার কর্মস্থলে যেতে হচ্ছে।

অনেকেরই তাই কৌতুহল যে কেমন থাকতে চলেছে বাংলার আজকের আবহাওয়া। আজ গোটা বাংলা জুড়ে আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে বড় খবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর। কিছুদিন আগে বড় নিম্নচাপের হাত থেকে রেহাই পেয়েছে এপার বাংলা। এখন অনেকেরই প্রশ্ন এই সপ্তাহের আবহাওয়া কেমন থাকবে চলেছে? আবার কি তবে বৃষ্টির ভ্রুকুটি রয়েছে আজ থেকে?

আরোও পড়ুন : পিছিয়ে যাবে মাধ্যমিক পরীক্ষা? শুরু হল জোর জল্পনা, কি সিদ্ধান্ত নিচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ?

হাওয়া অফিস জানাচ্ছে, আজ কোনও রকম বৃষ্টির সম্ভাবনা নেই উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। এর সাথে বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গেও। জাঁকিয়ে ঠান্ডা না পড়লেও এখন কিন্তু বেশ শীত শীত অনুভূত হচ্ছে বঙ্গবাসীর।

winter 16 0

বহু বাড়িতে বন্ধ রয়েছে ফ্যান, এসি। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আজ ঘোরাফেরা করবে ২০ থেকে ২১ ডিগ্রি সেলসিয়াসে মধ্যে। যদিও হাওয়া অফিস বলছে আগামী কয়েকদিনের মধ্যে এক ধাক্কায় কলকাতা শহর সহ রাজ্যের একাধিক জেলায় আরও খানিকটা কমবে তাপমাত্রা। তবে পুরোদমে শীতের আমেজ গায়ে মাখতে আরো কিছুটা দিন অপেক্ষা করতে হবে বাংলার মানুষের।

Comments

Popular posts from this blog

latest news

India rag is a bengali web portal and they use source of Anandabazar Patrika and many site

শীতেও এবার গলদঘর্ম হবেন আপনি! ডিসেম্বরে খেল দেখাবে অভিশপ্ত এল নিনো