ঘোষণা হল বিশ্বকাপের সেরা একাদশ! বিরাট-রোহিত নন, অধিনায়ক হলেন এই ভারতীয় কিংবদন্তি

নেশন হান্ট ডেস্ক: ICC বিশ্বকাপের (World Cup 2023) সফর ইতিমধ্যেই সেমিফাইনাল পর্যন্ত প্রবেশ করেছে। ভারত সহ ৪ টি দল খেলবে সেমিফাইনাল। যার প্রথম ম্যাচটি সম্পন্ন হবে আগামী ১৫ নভেম্বর। যেখানে একে অপরের মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। পাশাপাশি, দ্বিতীয় সেমিফাইনালটি হবে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যে। ঠিক এই আবহেই এবার বিশ্বকাপের সেরা দল ঘোষণা করা হয়েছে। মূলত, এই টুর্নামেন্টে যারা ভালো পারফর্ম করেছেন সেই খেলোয়াড়দেরকেই এই সেরা দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

২০২৩ সালের বিশ্বকাপের সেরা দল ঘোষণা: ইতিমধ্যেই বিশ্বকাপের মঞ্চে সেমিফাইনালের জন্য ৪ টি দলকে পাওয়া গিয়েছে। এরপর দুই দলের মধ্যে অনুষ্ঠিত হবে আইসিসি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। এই সময়ের মধ্যে যাঁরা দুর্দান্ত পারফর্ম করেছেন তাঁদেরকে নিয়েই ফক্স ক্রিকেট তার সেরা দল সামনে এনেছে।

যেখানে ওপেনার হিসেবে নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার ওপেনার ডি কক ও অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। যাঁরা এবারের বিশ্বকাপে ভালো ফর্মে ছিলেন এবং নিজেদের দলকে ভালো শুরুও এনে দিয়েছেন। পাশাপাশি, তিন নম্বরে নির্বাচিত হয়েছেন নিউজিল্যান্ডের তরুণ ব্যাটসম্যান রাচিন রবীন্দ্র।

আরও পড়ুন: হয়ে যান সতর্ক! ভেজাল খাদ্যদ্রব্য বিক্রি করলেই হবে ন্যূনতম ৬ মাসের সাজা, প্ৰস্তাব সংসদীয় কমিটির

এদিকে, বিরাট কোহলি স্থান পেয়েছেন ৪ নম্বরে। পাশাপাশি, আজমতুল্লাহ ওমরজাই, গ্লেন ম্যাক্সওয়েল, রবীন্দ্র জাদেজা অলরাউন্ডার হিসেবে এই দলে অন্তর্ভুক্ত হয়েছেন। এই প্ৰসঙ্গে জানিয়ে রাখি যে, আফগানিস্তানের বিপক্ষে ২০১ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল।

আরও পড়ুন: চোখের পলকে পৌঁছে যান দার্জিলিং! হাওড়া থেকে ছাড়ছে নয়া বন্দে ভারত, জেনে নিন সময়সূচি

এই ভারতীয় খেলোয়াড়কে অধিনায়ক করা হয়েছে: সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ফক্স ক্রিকেট এই দলের অধিনায়ক হিসেবে ভারতীয় দলের ফাস্ট বোলার জাসপ্রিত বুমরাহকে বেছে নিয়েছে। সম্প্রতি তাঁর অধিনায়কত্বে টিম ইন্ডিয়া আয়ারল্যান্ড সফরে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল। পাশাপাশি, স্পিন বিভাগে নির্বাচিত হয়েছেন জাম্পা ও দিলশান মাদুশঙ্কা। এই দুই খেলোয়াড়ই তাঁদের স্পিনের জাদু দেখিয়ে সর্বোচ্চ উইকেট নিয়েছেন।

ফক্স ক্রিকেট বিশ্বকাপের সেরা দল বেছে নিয়েছে: ডি কক, ডেভিড ওয়ার্নার, রাচিন রবীন্দ্র, বিরাট কোহলি, আজমাতুল্লাহ ওমরজাই, ম্যাক্সওয়েল, রবীন্দ্র জাদেজা, মার্কো জানসেন, জাসপ্রিত বুমরাহ (অধিনায়ক), মোহাম্মদ শামি,  জাম্পা, দিলশান মাদুশঙ্কা।

Comments

Popular posts from this blog

latest news

India rag is a bengali web portal and they use source of Anandabazar Patrika and many site

সইবে ঝড়-জলের দাপট, টিকে থাকবে বিস্ফোরণেও! এই শহরেই এবার দেশের প্রথম তারের 'রেলসেতু'