এবার দিঘা নিয়ে নয়া ভাবনা! জগন্নাথ মন্দিরের দ্বার খুলতে উদ্যোগী মুখ্যমন্ত্রী, কবে থেকে খুলবে ?

নেশনহান্ট ডেস্ক : বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচনকে পাখির চোখ করেছে সমস্ত রাজনৈতিক দল। এমন অবস্থায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও আসতে পারেন বঙ্গ সফরে। সূত্রের খবর ডিসেম্বর মাসে ধর্মতলায় লক্ষ লক্ষ মানুষের সমাবেশে গীতা পাঠ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ আসতে পারেন নভেম্বর মাসেই।

এই আবহে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করলেন দিঘার জগন্নাথ মন্দির নিয়ে। জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করতে আজ মুখ্যমন্ত্রী পোস্তার একটি পুজো মণ্ডপে পৌঁছান। এখানে মুখ্যমন্ত্রী বলেন, দিঘার জগন্নাথ মন্দির তৈরি হয়ে যাবে আগামী বছর এপ্রিল মাসের মধ্যে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের এই ঘোষণা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরোও পড়ুন : সারাবছরই থাকে প্রচুর চাহিদা! মাত্র ১০ হাজার টাকায় শুরু করুন এই ব্যবসা, কয়েক মাসেই হবে বিরাট লাভ

কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী জানুয়ারি মাসে অযোধ্যার রাম মন্দির উদ্বোধন করতে চলেছেন। তার কিছুদিন পরই মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন দিঘার জগন্নাথ মন্দির। স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী এই ঘোষণা বেশ তাৎপর্যপূর্ণ। পোস্তায় আজ মুখ্যমন্ত্রী বলেন, নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে তারাপীঠ, চাকলা–সহ একাধিক জায়গা। জগন্নাথ মন্দির তৈরি করা হচ্ছে দিঘায়।

large image digha mamata

পুরীর জগন্নাথ মন্দিরের উচ্চতার সমান হবে এই মন্দির। এপ্রিল মাসে সম্পূর্ণ হয়ে যাবে মন্দির নির্মাণ।এর পাশাপাশি আজ ফের একবার মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ নিয়ে বক্তব্য রাখলেন। মুখ্যমন্ত্রী বলেন, বিজ্ঞাপন করছে শুধু। এই বিজ্ঞাপনে টাকা দিয়ে ১০০ দিনের কাজের টাকা মেটাতে পারত। প্রসঙ্গত, ২০১৯ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিঘায় জগন্নাথ মন্দির তৈরির ঘোষণা করেন।

Comments

Popular posts from this blog

latest news

India rag is a bengali web portal and they use source of Anandabazar Patrika and many site

শীতেও এবার গলদঘর্ম হবেন আপনি! ডিসেম্বরে খেল দেখাবে অভিশপ্ত এল নিনো