হয়ে যান সতর্ক! এই অভ্যাসগুলি ত্যাগ না করলেই পড়বেন মা লক্ষ্মীর কোপে, কি বলছে চাণক্য নীতি?

নেশন হান্ট ডেস্ক: আচার্য চাণক্য (Acharya Chanakya) ছিলেন আমাদের দেশের একজন মহান রাজনীতিবিদ, কূটনীতিবিদ, এবং অর্থনীতিবিদ। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, তিনি জীবনের প্রতিটি বিষয়কে গভীরভাবে অধ্যয়ন করার পাশাপাশি মানুষের সুষ্ঠু জীবনধারা সম্পর্কে সঠিক পথপ্রদর্শনও করেছেন। পাশাপাশি, জীবনে চলার পথে কোন কোন ভুল করলে ক্ষতির সম্মুখীন হতে হয় সেই বিষয়েও বিস্তারিত তথ্য জানিয়েছেন তিনি। এমতাবস্থায়, চলুন জেনে নিই জীবনে সফল হতে এবং ধন-সম্পদ সঠিকভাবে বজায় রাখতে চাণক্য নীতিতে কোন ৯ টি বিষয়ে সতর্ক করা হয়েছে।

১. সম্পদের আকাঙ্ক্ষা: অনেকেই থাকেন যাঁরা আরামদায়ক এবং ভালো জীবনযাপন করতে গিয়ে ধনী হওয়ার উচ্চাকাঙ্ক্ষা রাখেন। যদিও, প্রায়শই তাঁরা নিজের অজান্তেই এমন ভুল করে ফেলেন যা তাঁদের সম্পদের পথে বাধা হয়ে দাঁড়ায়।

২. ভালো অবস্থান: আচার্য চাণক্য বলেছেন যে, জীবনে একটি ভালো অবস্থান অর্জন করা উচিত। সেজন্য আপনাকে প্রয়োজন হলে কিছু অভ্যাস ত্যাগ করতে হবে।

৩. খারাপ অভ্যাস: খারাপ অভ্যাস একজন ব্যক্তিকে দরিদ্র করে তুলতে পারে। পাশাপাশি, ওই অভ্যাসগুলি ধনী হওয়ার পথেও বাধা হয়ে দাঁড়াতে পারে। যার ফলে আর্থিক সমস্যা তৈরি হয়।

৪. পরিষ্কার-পরিচ্ছন্নতা: চাণক্য নীতি অনুযায়ী, রান্নাঘরে নোংরা বাসন ফেলে রাখলে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন। যার ফলে অর্থাগম ঘটে না।

৫. মহিলাদের অপমান: মনে রাখবেন, মহিলাদের অপমান ও অসম্মান করলে মা লক্ষ্মী ক্রুদ্ধ হন। তাই, কখনোই এমন কাজ করবেন না।

আরও পড়ুন: হার মানবে পাওয়ার ব্যাঙ্কও! একবার চার্জ দিলেই চলবে ৭৫ দিন, এই ফোনের ফিচার্স এবং দাম চমকে দেবে

৬. খারাপ ব্যবহার: আপনি যদি খারাপ আচরণ করেন এবং কাউকে অপমান করেন সেক্ষেত্রে তা আপনার আর্থিক অবস্থার অবনতি ঘটাতে পারে।

৭. অহংকার: আপনি যদি অহংকারী হন তবে এটিও সর্বনাশের কারণ হতে পারে।

আরও পড়ুন: বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর পাকিস্তানি ক্রিকেটে আলোড়ন! দল ছাড়লেন এই কিংবদন্তি

৮. টক জিনিস দান: জানিয়ে রাখি যে, সন্ধ্যের সময়ে বাটার মিল্ক সহ দই বা আচারের মতো টক জিনিস দান করলে দেবী লক্ষ্মী চলে যান।

Quit these habits immediately

৯. লবণ দান এড়িয়ে চলুন: সন্ধ্যায় লবণ দান করাও আপনাকে আর্থিক ক্ষতির সম্মুখীন করতে পারে।

(সতর্কীকরণ: এই প্রতিবেদনে দেওয়া তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে লেখা হয়েছে। নেশন হান্ট এটি নিশ্চিত করে না।)

Comments

Popular posts from this blog

latest news

India rag is a bengali web portal and they use source of Anandabazar Patrika and many site

সইবে ঝড়-জলের দাপট, টিকে থাকবে বিস্ফোরণেও! এই শহরেই এবার দেশের প্রথম তারের 'রেলসেতু'