ভুলে যান চাকরির চিন্তা, ঘরে বসে শুরু করুন এই ব্যবসা, মাসে আয় হবে মোটা টাকা

নেশনহান্ট ডেস্ক : যে হারে দ্রব্যমূলক বৃদ্ধি পাচ্ছে তাতে শুধু চাকরি করে সংসার নির্বাহ করা বেশ কষ্টসাধ্য ব্যাপার। আবার তরুণ প্রজন্মের অনেকে রয়েছেন যারা চাকরির বদলে ভরসা রাখছেন ব্যবসার উপর। কিন্তু ব্যবসা করার ক্ষেত্রে অনেকের প্রধান সমস্যার কারণ হয়ে দাঁড়ায় মুনাফা বা বিনিয়োগ।

অনেকেই ভাবেন ব্যবসা শুরু করতে গেলে প্রয়োজন হয় মোটা বিনিয়োগের। আবার একশ্রেণীর মানুষের ভাবনা মোটা বিনিয়োগ ছাড়া ভালো মুনাফা আসা সম্ভব নয় ব্যবসা থেকে। কিন্তু বর্তমানে এমন বহু ব্যবসা রয়েছে যেগুলি আপনারা অত্যন্ত কম টাকায় শুরু করতে পারবেন। চলুন এক নজরে এমন কিছু ছোট বিজনেস আইডিয়া সম্পর্কে আপনাদের ধারণা দিই।

ব্রেকফাস্ট জয়েন্ট: আপনারা ইচ্ছা করলেই খাদ্য ইন্ডাস্ট্রিতে নিজেদের অর্থ বিনিয়োগ করতে পারেন। খাদ্য ইন্ডাস্ট্রিতে প্রবেশ করা মানে মোটা টাকা বিনিয়োগ করে রেস্টুরেন্ট খোলা নয়। ছোট স্কেলের ফুড জয়েন্ট কিংবা ব্রেকফাস্ট জয়েন্টের ব্যবসা আপনার জন্য লাভদায়ক হতে পারে। ট্র্যাডিশনাল ব্রেকফাস্ট মেন্যুর সাথে অ্যাড-অন করতে পারেন ট্র্যাডিশনাল ব্রেকফাস্ট মেন্যুর।

আরোও পড়ুন : একটানা ১০ বার! পিছিয়ে গেল DA মামলার শুনানি, প্রকাশ্যে কারণ জানাল সুপ্রিম কোর্ট

এমব্রয়ডারির দোকান: বর্তমানে বেশ জনপ্রিয় টেলারিং এবং এমব্রয়ডারির ব্যবসাও। বাড়ি বসেই আপনি এই ব্যবসা শুরু করতে পারেন। ছোট-বড় বুটিক থেকে অর্ডার আসবে এমব্রয়ডারি কাজের দোকানে। ভবিষ্যতে এই ব্যবসা বৃদ্ধি পাওয়ারও সম্ভাবনা রয়েছে।

আরোও পড়ুন : নতুন পোকার খোঁজ মিলল বেহালায়, কলকাতার নামের সাথে মিলিয়েই হল নামকরণ

রান্না শেখানোর ক্লাস: রান্নার দক্ষতা যাদের আছে তারা অনেকেই ক্লাউড কিচেন তৈরির পরিকল্পনা করছেন। কিন্তু রান্না শেখানো যে একটা পেশা হতে পারে সেই ব্যাপারে অনেকেই ওয়াকিবহল নন। আপনারা চাইলে অফলাইন কিংবা অনলাইনে রান্না শেখানোর ক্লাস শুরু করতে পারেন।

You will be profitable if you start this business in winter

ওয়েডিং ব্যুরো: ছোট এবং বড় শহরে ওয়েডিং ব্যুরোও বেশ জনপ্রিয় ব্যবসা আজকাল। বিয়ের আগে দুটি পরিবারের সাথে সাক্ষাৎ করার ব্যবস্থা করে এই ধরনের ওয়েটিং ব্যুরো। ১-২ জন স্টাফ, একটি রেজিস্ট্রেশন সার্টিফিকেট আর ভাল যোগাযোগ থাকলেই কেল্লা ফতে!

Comments

Popular posts from this blog

latest news

India rag is a bengali web portal and they use source of Anandabazar Patrika and many site

শীতেও এবার গলদঘর্ম হবেন আপনি! ডিসেম্বরে খেল দেখাবে অভিশপ্ত এল নিনো