সঙ্কটের মধ্যেই "অদ্ভুত সমস্যা"-র সম্মুখীন কাঙাল পাকিস্তান! চরম বিপাকে দেশবাসী, জানলে হবেন অবাক

নেশন হান্ট ডেস্ক: বর্তমান সময়ে একাধিক সঙ্কটের সম্মুখীন হচ্ছে পাকিস্তান (Pakistan)। মূলত, সেদেশের টালমাটাল অর্থনৈতিক অবস্থার জেরে প্রতিটি ক্ষেত্রই প্রভাবিত হচ্ছে। যার ফলে সামগ্রিকভাবে পরিস্থিতি সামাল দিতে পারছে না পাকিস্তান। ঠিক এই আবহে এবার একটি বড় খবর সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, পাকিস্তান থেকে যাঁরা বিদেশে যেতে চাইছেন তাঁরা গভীর চিন্তায় পড়েছেন। কারণ, সেখানে পাসপোর্ট পাওয়াটাই এখন বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যেটির জন্য দায়ী এক অদ্ভুত কারণ। মূলত, সেখানে এখন ল্যামিনেশন পেপারের (Lamination Paper) সঙ্কট পরিলক্ষিত হয়েছে।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, পাকিস্তান ইতিমধ্যেই দেশের ইতিহাসে সবচেয়ে বড় অর্থনৈতিক সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে। পাশাপাশি, আটা, ডাল, বিদ্যুৎ, গ্যাস ও পেট্রোলের ঘাটতিও দেখা গেছে। তবে, এবার নতুন করে ল্যামিনেশন পেপারের সঙ্কটের বিষয়টি সামনে এসেছে। যার কারণে বিদেশে পাড়ি দেওয়ার বিষয়টিও প্রভাবিত হচ্ছে।

Amidst the crisis, poor Pakistan faces a "strange problem"

মূলত, ল্যামিনেশন পেপারের সঙ্কটের কারণে পাসপোর্ট পেতে দেরি হচ্ছে। ANI-এর রিপোর্ট অনুযায়ী, পাকিস্তান ফ্রান্স থেকে পাসপোর্টে ব্যবহৃত ল্যামিনেশন পেপার আমদানি করে। এমন পরিস্থিতিতে অর্থনৈতিক সঙ্কটের মধ্যে থাকা পাকিস্তানের ফ্রান্সের সাথে ল্যামিনেশন পেপার আমদানি চালিয়ে যাওয়া কঠিন বলে মনে হচ্ছে।

আরও পড়ুন: হলমার্কিংও হতে পারে ভুয়ো! প্রতারণা এড়াতে গয়না কেনার আগে এইভাবে চিনে নিন আসল ও নকল হলমার্ক

এদিকে, এই পরিস্থিতির জেরে পাকিস্তানের কয়েক লক্ষ মানুষের নতুন পাসপোর্টের আবেদন ঝুলে রয়েছে। পড়াশোনা, ব্যবসা বা অন্য কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য বিদেশ যাওয়া লোকজন এই কারণে সমস্যাতে পড়েছেন। পাকিস্তানের একটি সংবাদপত্রের মতে, পাকিস্তানে প্রিন্ট ছাড়াই আটকে রয়েছে ৭ লক্ষ পাসপোর্ট। এর আগে ২০১৩ সালেও পাকিস্তানে এই ধরণের সংকট দেখা দিয়েছিল।

আরও পড়ুন: অপ্রতিরোধ্য ভারত! এই পরিসংখ্যানে চিনকে টেক্কা দিল দেশ, জানলে গর্বে ভরে উঠবে বুক

এমতাবস্থায়, এই পরিস্থিতির শিকার হয়ে একজন পড়ুয়া জানিয়েছেন যে, “ইতালির জন্য আমার স্টুডেন্ট ভিসা সম্প্রতি অনুমোদিত হয়েছে এবং অক্টোবরে ওই দেশে পৌঁছনোর কথা ছিল। কিন্তু পাসপোর্ট না পাওয়ায় আমার সুযোগ নষ্ট হয়ে যায়।” পাসপোর্ট না থাকায় সেদেশে এইরকম সমস্যায় ভুগছেন অনেকেই।

Comments

Popular posts from this blog

latest news

India rag is a bengali web portal and they use source of Anandabazar Patrika and many site

শীতেও এবার গলদঘর্ম হবেন আপনি! ডিসেম্বরে খেল দেখাবে অভিশপ্ত এল নিনো