সইবে ঝড়-জলের দাপট, টিকে থাকবে বিস্ফোরণেও! এই শহরেই এবার দেশের প্রথম তারের 'রেলসেতু'

নেশনহান্ট ডেস্ক : খুব শীঘ্রই উদ্বোধন হতে চলেছে দেশের প্রথম তারের রেল সেতু। কাশ্মীরে গড়ে উঠছে এই ‘কেবল স্টেড’ রেলসেতু। এই সেতু নির্মাণের কাজ প্রায় শেষের দিকে। খুব শীঘ্রই এই সেতুর উপর দিয়ে চলাচল করবে ট্রেন। এই তারের রেল সেতু তৈরি করা হচ্ছে জম্মু ও কাশ্মীরের রিয়াসী জেলায়। এটির নাম দেওয়া হয়েছে অঞ্জী খাদ সেতু।

রিয়াসী শহরকে কাটরা শহরের সঙ্গে রেলপথে যুক্ত করবে এই তারের সেতু। শ্রীনগর থেকে ৩০০ কিলোমিটার দূরের জম্মু তাওয়াই স্টেশন এতদিন পর্যন্ত ভরসা ছিল ট্রেনে করে কাশ্মীরে যেতে হলে। তবে অঞ্জী খাদ সেতু দিয়ে ট্রেন চলাচল শুরু হলে কাশ্মীরের সাথে দেশের অন্যান্য প্রান্তের রেল যোগাযোগ ব্যবস্থা আরো গভীরতা পাবে। এর আগে দেশে অনেক সেতু রয়েছে যেগুলি তার দিয়ে নির্মাণ করা হয়েছে।

আরোও পড়ুন : উত্তরবঙ্গেই লুকিয়ে আছে এক স্বর্গ! মাত্র ২০০০ টাকা পকেটে রাখুন, ঢুঁ মেরে আসুন এই হিল স্টেশনে

তবে এটি প্রথম দেশের তারের রেল সেতু হতে চলেছে। অনেকেই মনে করছেন এই সেতুটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে উধমপুর-শ্রীনগর-বারামুলা লাইনে। একটি মোটা পিলার এই সেতুর মাঝখান থেকে উঠে এসেছে। এই পিলারকে কেন্দ্র করে চার পাশ দিয়ে বেরিয়েছে অসংখ্য তার। রেল জানিয়েছে, ৭২৫ মিটার দীর্ঘ অঞ্জী খাদ সেতু তৈরি করতে ব্যবহার করা হয়েছে ৯৬টি তার। 

1699533011 7

এই সেতুটি অনেকটা কলকাতার দ্বিতীয় হুগলি সেতুর মতো দেখতে। এই সেতুর নিচে রয়েছে গভীর পাহাড়ি খাদ। এটির বহন এবং সহন ক্ষমতা সেতুটির প্রধান বিশেষত্ব। সেতু নির্মাণকারীরা দাবি করেছেন, বিস্ফোরণ কিংবা ঝড়ের তাণ্ডবেও ক্ষতি হবে না এই সেতুটির। এই সেতুটি ঘণ্টায় ২১৩ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ্য করার ক্ষমতা রাখে। এছাড়াও এই সেতুটির বিস্ফোরণ প্রতিরোধ ক্ষমতাও রয়েছে।

Comments

Popular posts from this blog

latest news

India rag is a bengali web portal and they use source of Anandabazar Patrika and many site

শীতেও এবার গলদঘর্ম হবেন আপনি! ডিসেম্বরে খেল দেখাবে অভিশপ্ত এল নিনো