মাস গেলে মিলবে মোটা মাইনে, মাধ্যমিক পাশেই হবে বাজিমাত! প্রচুর কর্মী নিয়োগ এবার পোস্ট অফিসে

নেশনহান্ট ডেস্ক : চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর। উৎসবের মরশুমে ভারতীয় ডাক বিভাগ নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল। কর্মী নিয়োগের জন্য ইতিমধ্যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করেছে ডাক বিভাগ। ইন্ডিয়া পোস্ট স্পোর্টস কোটা নিয়োগ ২০২৩-এ আবেদন করার জন্য ইচ্ছুক প্রার্থীদের ভিজিট করতে DOPS Sports Recruitment dopsportsrecruitment.cept.gov- ওয়েবসাইটে।

বিভিন্ন পদে নিয়োগ করা হবে প্রায় ১৮০০ জনকে।১৮৯৯টি শূন্য পদে পোস্টাল অ্যাসিসটেন্ট, শর্টিং অ্যাসিসটেন্ট, পোস্টম্যান, মেল গার্ড এবং মাল্টিটাস্কিং নিয়োগ করা হবে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১০ নভেম্বর ২০২৩ থেকে। এই আবেদন প্রক্রিয়া চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত। প্রার্থীরা আবেদনপত্র সংশোধনের সুযোগ পাবেন 10 থেকে 14 ডিসেম্বর পর্যন্ত। 

পদ অনুযায়ী শূন্য পদের সংখ্যা:

পোস্টাল অ্যাসিসটেন্ট – ৫৯৮টি

শর্টিং অ্যাসিসটেন্ট – ১৪৩টি

পোস্টম্যান – ৫৮৫ টি

মেল গার্ড – ৩টি

মাল্টিটাস্কিং – ৫৭০টি

মোট শূন্য পদের সংখ্যা: ১৮৯৯টি

আরোও পড়ুন : চান্দু-নিজাম-মমতাজরাই পুজোর মাথা! জলপাইগুড়ির এই শ্মশানকালী আরাধনা দেয় এক বিশেষ বার্তা

আবেদনের যোগ্যতা: বিভিন্ন পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা আলাদা। দশম শ্রেণী থেকে স্নাতক উত্তীর্ণরা এই পদগুলিতে আবেদন করতে পারবেন। সব পদের ক্ষেত্রে আবেদনের ন্যূনতম বয়স ১৮ ও সর্বোচ্চ ২৭ বছর। শুধুমাত্র এমটিএস পদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ২৫ বছর। এছাড়াও প্রার্থীকে রাষ্ট্রীয় বা জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন খেলাধুলায় দেশের জন্য খেলে থাকতে হবে অতীতে।

আরোও পড়ুন : খরচ মাত্র ২ টাকা! হু হু করে কমবে ওজন, এই ‘পাতার’ রসেই আছে আসল ম্যাজিক

বেতন:

পোস্টাল অ্যাসিসটেন্ট – ২৫,৫০০ টাকা থেকে ৮১, ১০০ টাকা (পে লেভেল-৪)

শর্টিং অ্যাসিসটেন্ট – ২৫, ৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা (পে লেভেল-৪)

পোস্টম্যান – ২১, ৭০০ টাকা থেকে ৬৯, ১০০ টাকা (পে লেভেল-৩)

মেইল গার্ড – ২১,৭০০ টাকা থেকে ৬৯, ১০০ টাকা (পে লেভেল-৩)

মাল্টিটাস্কিং – ১৮,০০ টাকা থেকে ৫৬, ৯০০ টাকা (পে লেভেল-১)

post office job sixteen nine sixteen nine

আবেদন মূল্য: জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের আবেদন মূল্য বাবদ দিতে হবে ১০০ টাকা। তবে আবেদন মূল্য লাগবে না মহিলা প্রার্থী, ট্রান্সজেন্ডার প্রার্থী এবং তফসিলি জাতি (SC), তফসিলি উপজাতি (ST), বেঞ্চমার্ক প্রতিবন্ধী ব্যক্তি (PWBD) এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া বিভাগ (EWS)-এর অন্তর্গত প্রার্থীদের।

Comments

Popular posts from this blog

latest news

India rag is a bengali web portal and they use source of Anandabazar Patrika and many site

শীতেও এবার গলদঘর্ম হবেন আপনি! ডিসেম্বরে খেল দেখাবে অভিশপ্ত এল নিনো