মহিলাদের জন্য সুখবর! এই মাস থেকে লক্ষ্মীর ভান্ডারে থাকছে নয়া চমক, মিলবে ৪ হাজার টাকা

নেশনহান্ট ডেস্ক : রাজ্যের মহিলাদের জন্য সুখবর নিয়ে এলো সরকার। মহিলাদের কথা মাথায় রেখে তাদের সুবিধার জন্য এবার থেকে মাসে ৪০০০ টাকা করে লক্ষ্মীর ভান্ডারে দেয়া হবে বলে ঠিক করা হয়েছে। উল্লেখ্য, এবার তেলেঙ্গানাতেও (Telengana) ‘লক্ষ্মীর ভান্ডার’  দেওয়ার কথা ঘোষণা করলেন কংগ্রেস সংসদ রাহুল গান্ধী। 

সূত্রের খবর, রাহুল জানান, তেলেঙ্গনায় কংগ্রেস ক্ষমতা দখল করলে মাসে চার হাজার টাকা করে দেওয়া হবে মহিলাদের। তেলেঙ্গনা থেকে এদিন রাহুল গান্ধী বলেন, ‘কংগ্রেস ক্ষমতায় এলে পরিবারের একজন মহিলাকে সরাসরি ২৫০০ টাকা করে অ্যাকাউন্টে যেমন  দেওয়া হবে, তেমনই পাশাপাশি ১০০০ টাকার সিলিন্ডার  দেওয়া হবে ৫০০ টাকায়।’

আরোও পড়ুন : ২০২৪-এ ঘটবে ভয়ঙ্কর ঘটনা! নতুন বছর নিয়ে আগেই জানিয়েছেন বাবা ভাঙা! শুনে আঁতকে উঠবেন

মহিলাদের  জন্য বাসভাড়াও মুকুব করে দেওয়ার ঘোষণা করেছেন রাহুল। রাহুলের দাবি, তাতে আরও হাজার টাকা সঞ্চয় হবে মহিলাদের । এই সমস্ত কিছু  মিলিয়ে প্রতি মাসে প্রায় ৪ হাজার টাকার  সুবিধা পাবেন  মহিলারা। তিনি আরো জানান , ‘মহিলারাই পরিবারের মেরুদণ্ড। তাই তাদেরই কথা ভেবে, তাদের  সরাসরি সহযোগিতা করা হবে।’

আরোও পড়ুন : এই গ্রামে এক হাত ছাড়াই পূজিত হন মা কালী! কারণ জানলে আপনিও অবাক হবেন

ভোট প্রচারে গিয়ে চন্দ্রশেখর রাওয়ের (KCR) পরিবার বিরুদ্ধে তিনি  বলেন, ‘প্রতিটি পয়সা তেলেঙ্গানার মানুষকে ফিরিয়ে দেবে কংগ্রেস।’ কালেশ্বরাম প্রকল্প নিয়ে রাহুল বলেন, ‘এই প্রকল্পে এক লক্ষ কোটি টাকা খরচ হয়েছে। এটা আসলে বিআরএসের এটিএম। এই প্রকল্পের খেসারত দিতে তেলেঙ্গানার প্রতিটি পরিবারকে ২০৪০ সাল পর্যন্ত ৩১ হাজার ৫০০ টাকা করে দিতে হবে।’

338714 womenlakkhi

প্রসঙ্গত, এগিয়ে আসছে লোকসভা ভোটের সময়। নির্বাচনের আগে আমজনতাকে নিজেদের কাছে টানতে নানা স্কিমের উল্লেখ করছে সব দল। তেলেঙ্গানায় এবারের মূল লড়াই বিআরএস (BRS) বনাম কংগ্রেসের। তাই সমস্ত দিক মাথায় রেখে, একইঞ্চি জায়গা না ছেড়ে  ভোটের আগে কেসিআর-কে কড়া ভাষায় কটাক্ষ করেন রাহুল।

Comments

Popular posts from this blog

latest news

India rag is a bengali web portal and they use source of Anandabazar Patrika and many site

সইবে ঝড়-জলের দাপট, টিকে থাকবে বিস্ফোরণেও! এই শহরেই এবার দেশের প্রথম তারের 'রেলসেতু'