লেপ, কম্বল নিয়ে রেডি হয়ে যান! দক্ষিণবঙ্গে শীঘ্রই শীতের প্রবেশ, বড় আপডেট দিল হাওয়া অফিস

নেশনহান্ট ডেস্ক : আবহাওয়ার খামখেয়ালিতে নাজেহাল বাংলার মানুষ। দ্রুত আবহাওয়া পরিবর্তনের ফলে ভুগছেন সাধারণ মানুষ। এত দ্রুত আবহাওয়া চেঞ্জিং এর ফলে এখন ঘরে ঘরে সর্দি, কাশি, জ্বর। অন্যদিকে মাঝেমধ্যে বৃষ্টির ফলে রাজ্যে ঢুকতে বাধা পাচ্ছে শীত। এই অবস্থায় বাংলার মানুষ রীতিমত নাজেহাল এত ঘন ঘন আবহাওয়া পরিবর্তনকে ঘিরে।

এই আবহে সবার মনে প্রশ্ন কবে রাজ্যে ঢুকবে শীত? আবার অনেকের প্রশ্ন এই বৃষ্টি কবে পিছু ছাড়ছে আমাদের? আর কিছুদিন পরেই গোটা দেশ জুড়ে পালিত হবে দীপাবলি, কালীপুজো। অনেকের প্রশ্ন কালীপুজোয় কি তবে জাঁকিয়ে শীত পড়তে চলেছে বাংলায়? বাংলায় কি আজ অর্থাৎ সোমবার ফের বৃষ্টিপাত হতে চলেছে?

আরোও পড়ুন : OYO বুক করে মস্তির দিন শেষ! চালুর হচ্ছে নয়া নিয়ম, বিপাকে পড়বেন কপোত কপোতীরা

এসব প্রশ্নের উত্তর দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সবাইকে অবাক করে দিয়ে হাওয়া অফিস জানাচ্ছে আজ থেকে বড় পরিবর্তন আসতে পারে দক্ষিণবঙ্গের আবহাওয়ায়। তাপমাত্রার পারদ নিম্নমুখী হতে পারে আজ রাত থেকে। আগামী বুধবারের মধ্যে বেশ কিছুটা কমতে পারে তাপমাত্রা। একই সাথে বইবে ঠান্ডা হাওয়া। 

আরোও পড়ুন : গাড়ি চালানোর আগে আজই ইনস্টল করুন Jio-র এই দুর্দান্ত ডিভাইস, ঘুম উড়বে চোরেদেরও

সূত্রের খবর কলকাতা ও সংলগ্ন এলাকায় তাপমাত্রা কুড়ি থেকে বাইশ ডিগ্রি পর্যন্ত নেমে আসতে পারে। তবে দক্ষিণবঙ্গের ঠিক বিপরীত চিত্র কিন্তু দেখা যাচ্ছে উত্তরবঙ্গে। সেখানে কয়েকদিন বেশ শীতল অনুভূতি বিরাজ করছে। আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পার্বত্য ও উপত্যকা এলাকায়। একই সাথে দ্রুত বাড়বে শীতের অনুভূতি। 

winter 16 0

দ্রুত হবে আবহাওয়ার পারদের পতন। যদি সবকিছু ঠিকঠাক থাকে এই সপ্তাহের মধ্যেই বেশ শীতল অনুভূতি শুরু হবে কলকাতাতেও। রাতের দিকে আর ভোরের দিকে বেশ ঠাণ্ডা ঠাণ্ডাই লাগবে। তাই আর দেরি না করে আলমারি থেকে লেপ, কম্বল, সোয়েটার ও গরম জামা নামিয়ে ফেলার সময় এসেছে দক্ষিণবঙ্গবাসীর।

Comments

Popular posts from this blog

latest news

India rag is a bengali web portal and they use source of Anandabazar Patrika and many site

শীতেও এবার গলদঘর্ম হবেন আপনি! ডিসেম্বরে খেল দেখাবে অভিশপ্ত এল নিনো