'ডিপেস্ট' মেট্রো স্টেশন হিসেবে উঠে এল হাওড়ার নাম! কবে থেকে মিলবে পরিষেবা ?

নেশনহান্ট ডেস্ক : দেশের গভীরতম মেট্রো স্টেশন হতে চলেছে হাওড়া। শুরু থেকেই এই মেট্রো স্টেশন নিয়ে তুঙ্গে ছিল উত্তেজনা। সবার মধ্যেই এই ষ্টেশনকে ঘিরে উন্মাদনা লক্ষ্য করা গেছে। হাওড়া মেট্রো স্টেশনের কাজও চলছে পুরোদমে। দ্রুত সাজিয়ে তোলা হচ্ছে দেশের গভীরতম এই মেট্রো স্টেশনকে। জানা যাচ্ছে এই স্টেশনে নামতে হলে যাত্রীদের ২০০ টি সিঁড়ি পার হতে হবে।

শুনতে অবাক লাগলেও এটাই কিন্তু হতে চলেছে বাস্তবে। হাওড়া মেট্রো স্টেশনে যাতায়াতের জন্য যাত্রীদের ২০০ সিঁড়ি পার করতেই হবে। তবে সাধারণ সিঁড়ির পাশাপাশি চলমান সিঁড়ির ব্যবস্থাও রয়েছে। অনেকেই রয়েছেন যারা ভয় পান চলমান সিঁড়িতে। তাদের কিন্তু হাওড়া মেট্রো স্টেশনে বেশ ঝক্কি পোহাতে হবে। 

আরোও পড়ুন : হু হু করে নামবে পারদ, এই দিনেই জাঁকিয়ে পড়বে শীত! চমকে দেওয়া খবর দিল আবহাওয়া দপ্তর

কারণ চলমান সিঁড়ি না ব্যবহার করলে পায়ে হেঁটে ২০০ সিঁড়ি পার করতে হবে। তবে জানা যাচ্ছে হাওড়া মেট্রো স্টেশনে যাত্রী পরিষেবা শুরু হতে পারে আগামী মাসেই। হাওড়া রেল স্টেশনের লাগোয়া এই মেট্রো স্টেশনের কাজ কিন্তু জোরকদমে চলছে। কর্মচারীরা সম্পূর্ণভাবে চেষ্টা করছেন দ্রুত এই স্টেশনের কাজ শেষ করার। 

আরোও পড়ুন : পিছিয়ে যাবে মাধ্যমিক পরীক্ষা? শুরু হল জোর জল্পনা, কি সিদ্ধান্ত নিচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ?

ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের হাওড়া মেট্রো স্টেশন খুব শীঘ্রই শুরু করবে এই পরিষেবা। কলকাতাবাসীর সুবিধা বাড়বে আরোও অনেকটাই। রেলওয়ে বোর্ডের পক্ষ থেকে ইতিমধ্যেই হাওড়া মেট্রো স্টেশন পেয়ে গেছে ‘দ্য ডিপেস্ট সাবওয়ে স্টেশন’-র তকমা। দিল্লি মেট্রোর হাউস খাস এতদিন পর্যন্ত এই তকমার অধিকারী ছিল। এর গভীরতা ছিল ৩০ মিটার।

1637543798 untitled 1

হাওড়ার মেট্রো স্টেশন তাকে টেক্কা দিয়ে ৩২.০০৪ মিটার (১০৫ ফুট) গভীর হওয়ার জন্য এই তকমা ছিনিয়ে নিয়েছে। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, “আর কিছুদিনের অপেক্ষা। তারপরই যাত্রীরা হাওড়া স্টেশন থেকে মেট্রোয় যাতায়াত করতে পারবেন। এই মেট্রো চালু হলে লক্ষাধিক যাত্রীর সুবিধা হবে। এই মেট্রো পরিষেবা চালু হবে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনেই।”

Comments

Popular posts from this blog

latest news

India rag is a bengali web portal and they use source of Anandabazar Patrika and many site

শীতেও এবার গলদঘর্ম হবেন আপনি! ডিসেম্বরে খেল দেখাবে অভিশপ্ত এল নিনো