শুধুমাত্র ইন্টারভিউ ক্র্যাক করলেই কেল্লাফতে! প্রচুর লোক নেবে বন্ধন ব্যাংকে, আবেদন করুন শিগগিরই

নেশনহান্ট ডেস্ক : আপনি কি চাকরির সন্ধানে রয়েছেন? নিজেকে ব্যাংকিং সেক্টরে প্রতিষ্ঠিত করতে চাইছেন? লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে এই ব্যাংকে কাজ করার সুযোগ। নূন্যতম উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হলেই আবেদন করা যাবে এই পদে। চাকরিপ্রার্থীদের জন্য এই সুবর্ণ সুযোগ এনেছে বন্ধন ব্যাংক। বেসরকারি এই ব্যাংক একাধিক পদে নিয়োগ করতে চলেছে পশ্চিমবঙ্গ জুড়ে।

সম্প্রতি একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে বন্ধন ব্যাংক বিপুল পরিমাণ কর্মী নিয়োগ করবে তাদের বিভিন্ন শাখায়। ডাটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator) পদে এই কর্মী নিয়োগ করবে বন্ধন ব্যাংক। জানা যাচ্ছে ন্যূনতম উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হলেই এই পদে মিলতে পারে চাকরি। সব থেকে বড় কথা এই পদে আবেদনকারীকে দিতে হবে না লিখিত পরীক্ষা। শুধুমাত্র ইন্টারভিউ রাউন্ডে উত্তীর্ণ হলেই পাওয়া যাবে চাকরি।

আরোও পড়ুন : গ্রাহকদের বিরাট সুবিধা, ৫ ধরনের সেভিংস অ্যাকাউন্ট নিয়ে এল SBI, এখন হবে আরও বেশি লাভ

পদের নাম (Name of the Job Post) : ডাটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator)

মোট শূন্যপদের সংখ্যা (Vacancy) : ১৪২ টি

শিক্ষাগত যােগ্যতা (Eligibility) : উচ্চ মাধ্যমিক (Higher Secondary) পাশ

আরোও পড়ুন : বাংলাদেশে খেল দেখাল ঘূর্ণিঝড় মিধিলি! কেমন থাকবে এই রাজ্যের ওয়েদার? আপডেট IMD’র

বয়সসীমা (Age Limit) : 18 বছর থেকে 32 বছর

মাসিক বেতন (Salary) : 14,600/- টাকা থেকে 23,800/- টাকা

আবেদন করার জন্য প্রয়োজনীয় নথি : উচ্চ মাধ্যমিকের এডমিট কার্ড, শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পত্র, কাস্ট সার্টিফিকেট,পাসপোর্ট সাইজের ছবি, চাকরি প্রার্থীর নিজস্ব স্বাক্ষর, আধার কার্ড অথবা ভোটার কার্ড।

jobs

আবেদনের পদ্ধতি (Application Procedure)  : NCS এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আগ্রহী প্রার্থীরা আবেদন জানাতে পারেন বন্ধন ব্যাংকের ডেটা এন্ট্রি পদে আবেদনের জন্য। এছাড়াও বায়োডাটা প্রস্তুত করে HR এর Email বা WhatsApp এ পাঠিয়ে দিতে হবে। ইমেইল:  corporatehr427@gmail.com। WhatsApp :   7980179708 / 9038296474।

আবেদনের শেষ তারিখ : ইচ্ছুক প্রার্থীরা 15/12/2023 তারিখ পর্যন্ত আবেদন জানাতে পারবেন।

Comments

Popular posts from this blog

latest news

India rag is a bengali web portal and they use source of Anandabazar Patrika and many site

সইবে ঝড়-জলের দাপট, টিকে থাকবে বিস্ফোরণেও! এই শহরেই এবার দেশের প্রথম তারের 'রেলসেতু'