মিলবে মোটা বেতন, কপাল খুলবে কর্মপ্রার্থীদের! প্রচুর লোক নেবে রাজ্য পুলিশে, আবেদন করুন শিগগিরই

নেশনহান্ট ডেস্ক : কর্মী নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশে। রাজ্য পুলিশ বিভাগে স্নাতকোত্তদের কাজের সুযোগ। কিছুদিন আগেই এই সংক্রান্ত একটি বিজ্ঞাপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী এই নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে। ইচ্ছুক প্রার্থীরা অনলাইন এবং অফলাইন, দুই মাধ্যমেই আবেদন জানাতে পারবেন।

সিনিয়র লিগ্যাল কনসালট্যান্ট এবং জুনিয়র লিগ্যাল কনসালট্যান্ট পদে নিয়োগ হতে চলেছে রাজ্য পুলিশে। মোট শূন্য পদের সংখ্যা রয়েছে দুটি। আবেদনের সর্বোচ্চ বয়সসীমার কোনও উল্লেখ করা হয়নি বিজ্ঞপ্তিতে। জানানো হয়েছে প্রথমে এই পদগুলিতে নিয়োগ করা হবে এক বছরের জন্য। এরপর সেই মেয়াদ বৃদ্ধি পেতে পারে কাজের ভিত্তিতে।

আরোও পড়ুন : ১ বা ২ নয়, নৈহাটির বড়মা সেজে উঠবেন ১০০ কেজি সোনার গয়নায়! কিভাবে পুজো দেবেন এই কালীকে ?

সিনিয়র লিগ্যাল কনসালট্যান্ট এবং জুনিয়র লিগ্যাল কনসালট্যান্ট পদে মাসিক বেতন হবে যথাক্রমে ৪০ হাজার ও ৩০ হাজার টাকা। এছাড়াও অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে কর্ম প্রার্থীদের। এই পদগুলিতে আবেদনের জন্য প্রার্থীকে স্বীকৃত আইন বিদ্যালয় থেকে আইনে স্নাতক হতে হবে। সিনিয়র লিগ্যাল কনসালট্যান্ট এবং জুনিয়র লিগ্যাল কনসালট্যান্ট পদে ফৌজদারি মামলা/ পরিষেবা সংক্রান্ত মামলা সামলানোর ১০ বছর ও ৫ বছরের অভিজ্ঞতাও প্রয়োজন।

959118 west bengal police recruitment 2021

প্রথমে প্রার্থীদের বাছাই করা হবে যোগ্যতার ভিত্তিতে। এরপর তাদের ইন্টারভিউ রাউন্ডে ডাকা হবে। যে প্রার্থীরা আবেদনে ইচ্ছুক তাদের নির্দিষ্ট ফরম্যাটে প্রয়োজনীয় নথি সহ নির্দিষ্ট ঠিকানায় আবেদন পত্র পাঠাতে হবে। আগামী ২০ নভেম্বর পর্যন্ত আবেদন জানানো যাবে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের ওয়েবসাইট।

Comments

Popular posts from this blog

latest news

India rag is a bengali web portal and they use source of Anandabazar Patrika and many site

সইবে ঝড়-জলের দাপট, টিকে থাকবে বিস্ফোরণেও! এই শহরেই এবার দেশের প্রথম তারের 'রেলসেতু'