দীপাবলির পরেই Airtel-এর কোটি কোটি গ্রাহক পাবেন দুঃসংবাদ! অন্যদিকে স্বস্তির খবর শোনাল Jio

নেশন হান্ট ডেস্ক: এবার একটি বড় খবর সামনে এসেছে। জানা গিয়েছে যে, দীপাবলির (Diwali) পরেই টেলিকম সংস্থা Airtel-এর কোটি কোটি গ্রাহক বড় ধাক্কা পেতে পারেন। অপরদিকে, Jio-র গ্রাহকদের জন্য রয়েছে সুখবর। আসলে, বর্তমানে Bharti Airtel-এর সামগ্রিক পারফরম্যান্স খুব একটা ভালো জায়গায় নেই। ইতিমধ্যেই কোম্পানিটি তার ত্রৈমাসিক ফলাফল সম্পর্কে তথ্য সামনে এনেছে। যেখানে দেখা গিয়েছে যে, বড় ক্ষতির সম্মুখীন হয়েছে Airtel।

শুধু তাই নয়, নিট মুনাফা কমেছে ৩৭.৫ শতাংশ। যেখানে Jio-র দুর্দান্ত পারফরম্যান্স রয়েছে। এদিকে, এই আবহে Airtel-এর গ্রাহকদের ওপর একটি বড় প্রভাব পড়তে পারে। প্রসঙ্গত উল্লেখ্য যে, Airtel-এর নিট মুনাফা রেকর্ড করা হয়েছে ১,৩৪১ কোটি টাকা।

এদিকে, যদি আমরা গত বছরের দ্বিতীয় ত্রৈমাসিকের পরিসংখ্যান দেখি সেক্ষেত্রে নিট মুনাফা ছিল ২,১৪৫ কোটি টাকা। Jio-র ক্ষেত্রে, নিট মুনাফা ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এমতাবস্থায়, কোম্পানিটি দ্বিতীয় ত্রৈমাসিকে ৪,৮৬৩ কোটি টাকা লাভ করেছে। স্বাভাবিকভাবেই, এক্ষেত্রে উভয় কোম্পানির পরিসংখ্যানে বিশাল পার্থক্য রয়েছে। যার সরাসরি প্রভাব পড়বে গ্রাহকদের ওপর।

আরও পড়ুন: ভারতের প্ৰথম স্কুল কোনটি? ৯৯ শতাংশ ব্যক্তি জানেন না এই উত্তর

লাভ কমেছে, এখন বাড়বে দাম: একদিকে Jio জানিয়ে দিয়েছে যে, তারা তাদের রিচার্জ প্ল্যানের দামে কোনো পরিবর্তন ঘটাচ্ছে না। অন্যদিকে, Airtel-এর ভিন্ন পরিকল্পনা রয়েছে। মূলত, ওই সংস্থার কাছে ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য, রিচার্জ প্ল্যানগুলির দাম বৃদ্ধি করা ছাড়া আর কোনো বিকল্প নেই৷ তাই, Jio গ্রাহকরা চিন্তামুক্ত থাকলেও সমস্যার সম্মুখীন হতে পারেন Airtel-এর গ্রাহকেরা।

আরও পড়ুন: দাম মাত্র ৪৭৪ টাকা! এখানেই মিলছে দেশের সবথেকে সস্তা গ্যাস সিলিন্ডার, জানালেন স্বয়ং মুখ্যমন্ত্রী

কবে নাগাদ বাড়বে দাম: এই প্রসঙ্গে জানা গিয়েছে যে, দীপাবলির পরেই Airtel এই সংক্রান্ত ঘোষণা করতে পারে। এর ফলে কোম্পানির আয় বাড়লেও গ্রাহকের সংখ্যাও কমতে পারে বলে অনুমান করা হচ্ছে। এমতাবস্থায়, Airtel-কে দ্রুত এমন পন্থা অবলম্বন করতে হবে যাতে উভয় দিকে ভালোভাবে ভারসাম্য বজায় রাখা যায়।

Comments

Popular posts from this blog

latest news

India rag is a bengali web portal and they use source of Anandabazar Patrika and many site

শীতেও এবার গলদঘর্ম হবেন আপনি! ডিসেম্বরে খেল দেখাবে অভিশপ্ত এল নিনো