বড়সড় বদল পেট্রোল-ডিজেলের দামে! একাধিক শহরে মূল্য নামল 100 টাকার নিচে, কলকাতায় কত ?

নেশনহান্ট ডেস্ক : দেশজুড়ে এখন উৎসবের মরশুম। দুর্গাপুজো, দিওয়ালি কেটে গেলেও এগিয়ে আসছে ছটপুজো, জগদ্ধাত্রীপুজোর দিন। আর বছরের এই কটা দিন নানান জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান থাকে আমজনতার। এমন সময় যদি গাড়ি নিয়ে বেরনোর থাকে, তাহলে নজরে রেখে দিন আজ কোথায় কত পেট্রোল ডিজেলের দর।

ইতিমধ্যেই ভারতের জ্বালানি সংস্থাগুলোর তরফে শনিবারের পেট্রোপণ্যের দাম ঘোষণা করা হয়েছে। দেশের বহু জায়গাতেই পেট্রোল-ডিজেলের দামে বদল এসেছে। বেশ কয়েকটি জায়গায় দাম বেড়েছে পেট্রোল-ডিজেলের, আবার কয়েকটি জায়গাতে সস্তাও হয়েছে। আসলে, জ্বালানি তেলের উপর নেওয়া করের হার আলাদা হওয়ার জন্য পেট্রোল ডিজেলের মূল্যে হেরফের হয়।

আরোও পড়ুন : লক্ষ্মীর ভান্ডার এখন অতীত! একধাক্কায় পাবেন ২৫০০ টাকা, নয়া প্রকল্প নিয়ে হাজির পশ্চিমবঙ্গ সরকার

বলা বাহুল্য, প্রতি 15 দিনে পেট্রল ও ডিজেলের দাম পরিবর্তিত হলে, জ্বালানির দামে বড় পার্থক্য তৈরি হয়। সাধারণ মানুষের উপর সেইকারণে চাপ পড়তে শুরু করে। আজ দেশের বেশ কয়েকটি শহরে পেট্রল ও ডিজেলের দাম 100 টাকার নিচে নেমে গিয়েছে। চলুন, শনিবার দেশের বিভিন্ন শহরে পেট্রল এবং ডিজেলের দাম জেনে নেওয়া যাক।

1. কলকাতা – আজ পেট্রল 106.03 টাকা ও ডিজেল 92.76 টাকা।

2. দিল্লি – আজ পেট্রল 96.72 টাকা এবং ডিজেল 89.62 টাকা।

3. মুম্বই – আজ পেট্রল 106.31 টাকা ও ডিজেল 94.27 টাকা।

4. চেন্নাই – আজ পেট্রল 102.74 টাকা এবং ডিজেল 94.33 টাকা।

5. বেঙ্গালুরু – আজ পেট্রল 101.94 টাকা ও ডিজেল 87.89 টাকা।

6. লখনউ – আজ পেট্রল 96.48 টাকা এবং ডিজেল 89.67 টাকা।

7. জয়পুর – আজ পেট্রল 108.48 টাকা ও ডিজেল 93.72 টাকা।

8. গুরুগ্রাম – আজ পেট্রল 96.97 টাকা এবং ডিজেল 89.84 টাকা।

9. চণ্ডীগড় – আজ পেট্রল 96.20 টাকা ও ডিজেলর দাম 84.26 টাকা।

10. নয়ডা – আজ পেট্রল 96.59 টাকা এবং ডিজেলর দাম 89.76 টাকা।

48320 33166 petrol pump reuters.jpg

বর্তমানে পেট্রল ও ডিজেলের দাম জানা খুব সহজ। ইন্ডিয়ান অয়েল-এর গ্রাহকরা জ্বালানির দাম জানতে 9224992249 নম্বরে এসএমএস পাঠাতে পারেন। অন্যদিকে, বিপিসিএল-এর গ্রাহকরা 9223112222 নম্বরে এসএমএস করতে পারেন। যারা নিয়মিত গাড়ি চালান তারা পেট্রোল ডিজেলের দাম জানার জন্য যে কোন একটি উপায় বেছে নিতে পারেন।

 

Comments

Popular posts from this blog

latest news

India rag is a bengali web portal and they use source of Anandabazar Patrika and many site

শীতেও এবার গলদঘর্ম হবেন আপনি! ডিসেম্বরে খেল দেখাবে অভিশপ্ত এল নিনো