বরকে বানাতে হবে Reels! পাত্রের সন্ধানে অভিনব বিজ্ঞাপন যুবতীর, ভাইরাল ছবি দেখে অবাক নেটিজনরা

নেশন হান্ট ডেস্ক: বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া (Social Media) আমরা প্রত্যেকেই কম-বেশি ব্যবহার করি। এমতাবস্থায়, নেটমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে প্রায়শই বিভিন্ন ছবি, ভিডিও কিংবা পোস্ট তুমুল গতিতে ভাইরাল (Viral) হতে থাকে। যদিও সেগুলির মধ্যে, এমন কিছু পোস্ট থাকে যেগুলি খুব সহজেই আকৃষ্ট করে সকলকে। এদিকে, সময়ের সাথে পাল্লা দিয়ে সাম্প্রতিককালে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। এমন পরিস্থিতিতে, এবার বিয়ের জন্য একটি অভিনব বিজ্ঞাপনের প্রসঙ্গ সামনে এসেছে। যেখানে একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বিবাহের জন্য পাত্র খুঁজেছেন।

তবে, তাঁর ওই বিজ্ঞাপনে থাকা অভিনব সব শর্তগুলি দেখে চক্ষু চড়কগাছ হয়েছে নেটিজেনদের। মূলত, জীবনসঙ্গী নির্বাচনের জন্য তিনি বেশ কয়েকটি বিষয় স্পষ্টভাবে উপস্থাপিত করেছেন। আর ওই বিষয়গুলিই উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

আরও পড়ুন: এই দেশে অবতরণ করলেই ভারতীয়দের দিতে হয়ে ১ লক্ষের ট্যাক্স, কারণ জানলে হয়ে যাবেন “থ”

বানাতে হবে রিলস: সম্প্রতি রিয়া নামের এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মনের মতো জীবনসঙ্গী খুঁজে পেতে সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েছিলেন। যেখানে তিনি জানান, “সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের জন্য পাত্র চাই।” তারপরে তিনি আরও জানান, “আমার নাম রিয়া এবং আমি একজন উপযুক্ত রিলস পার্টনার এবং পাত্র খুঁজছি। পাত্রটিকে ‘ক্যামেরা শাই’ হলে চলবে না। পাশাপাশি, তাকে আমার সাথে রিলেশনশিপ রিলস বানাতে হবে। এছাড়াও ‘MOI-MOI’-র মতো ট্রেন্ডিং মিউজিকেও রিলস বানাতে হবে।” তবে, শর্তের সংখ্যা এখানেই শেষ হয়নি।

আরও পড়ুন: লক্ষ্মীপুজোর দিনে ভুলেও করবেন না এই ৫ টি কাজ! নাহলেই দেবী হবেন রুষ্ট, পড়বেন বড় বিপদে

রয়েছে আরও শর্ত: ওই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আরও জানান যে, “পাত্রের যৌথ পরিবার থাকা চলবে না এবং Amazon মিনি টিভির ‘Half Love Half Arranged’-এই শো-টি দেখতে হবে। তার ফলে কোন ধরণের ছেলে পছন্দ সেই বিষয়টি বোঝা যাবে।” এছাড়াও, রিলস এডিটিংয়ের জন্য পাত্রের প্রিমিয়ার প্রো জানতে হবে বলেও জানানো হয়েছে ওই বিজ্ঞাপনে।

এদিকে, ইতিমধ্যেই এই অভিনব বিজ্ঞাপন দেখে অবাক হয়েছেন নেটিজেনরা। পাশাপাশি, বিষয়টির পরিপ্রেক্ষিতে বিভিন্ন মজাদার প্রতিক্রিয়াও জানিয়েছেন তাঁরা। কিছুজন জানিয়েছেন, “এগুলো আবার কি ধরণের শর্ত?” আবার অনেকে মন্তব্য করেছেন, “আপনার আদৌ স্বামী চাই নাকি ভিডিও এডিটর?” এক কথায়, এহেন বিজ্ঞাপন অবাক করেছে অধিকাংশজনকেই।

Comments

Popular posts from this blog

latest news

India rag is a bengali web portal and they use source of Anandabazar Patrika and many site

শীতেও এবার গলদঘর্ম হবেন আপনি! ডিসেম্বরে খেল দেখাবে অভিশপ্ত এল নিনো